প্র শ্নো ত্ত র
- ০১ মে ২০২০, ০২:৪৯
প্রশ্ন : অনেকে বলে অমুসলিম লেখকদের বই পড়া যাবে না। এ ক্ষেত্রে ইসলামী বিধান কী বলে? Ñ আবু নাসর আল ফারাবি
মাওলানা লিয়াকত আলী : অমুসলিম লেখকদের বই পড়ায় সাধারণভাবে নিষেধ নেই। বিশেষ করে যেসব বিষয় ধর্মীয় নয়, যেমন সাহিত্য, বিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়ে যেকোনো ধর্মের লেখকের বই পড়া যাবে। কেবল ইসলামের কোনো বিষয় নিয়ে অমুসলিম কোনো লেখক বই লিখলে তা সাবধানতার সাথে পড়া প্রয়োজন। প্রথমত, তার লেখার উদ্দেশ্য বুঝতে হবে। দ্বিতীয়ত, তার লেখায় তথ্যের যথার্থতা যাচাই করতে হবে। কেননা তার লেখায় দুই কারণে ভুল থাকতে পারে। প্রথমত, তার জানাশোনার সীমাবদ্ধতা। দ্বিতীয়ত, তার অসাধু ইচ্ছায় তথ্যের বিকৃতি। ইসলাম নিয়ে অমুসলিম যত গবেষক বই লিখেছেন, তাদের বই পড়ার সময় এই দুটি দিক বিবেচনায় রাখতে হবে। ইসলামী বিষয় ছাড়া অন্যান্য প্রসঙ্গে লেখা পাঠের সময় লেখকের ধর্মীয় পরিচয় জানা জরুরি নয়। তবে কোনো কোনো অসাধু লেখক সাধারণ বিষয়বস্তু নিয়ে লেখার মাঝখানেও ইসলাম সম্পর্কে বা ইসলামের কোনো তত্ত্ব ও মূলনীতি সম্পর্কে ভিন্ন ভাবধারা মিশিয়ে দেন। এ জন্য আপাতদৃষ্টিতে নির্দোষ বিষয়বস্তুতেও তাদের লেখা বই পড়ার সময় সচেতন থাকা প্রয়োজন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা