২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : কোন এলাকায় মহামারীর জন্য আজাদের ধ্বনিতে কোনো পরিবর্তন করা যাবে কি?
Ñ আবদুল্লাহ মাহমুদ

মাওলানা লিয়াকত আলী : আজানের শব্দগুলো আল্লাহর রাসূল সা:-এর সময় থেকে এমনভাবে প্রসিদ্ধি লাভ করেছে যে, সারা বিশ্বের মুসলমানদের ঐক্যের অন্যতম সূত্র হয়ে দাঁড়িয়েছে এটি। ইসলামের যে কয়েকটি বিষয়ে গোটা দুনিয়ার মুসলমানদের ঐকমত্য রয়েছে, আজানের শব্দ এগুলোর একটি। এ জন্য কোনো কারণেই আজানের শব্দ পরিবর্তন করার সুযোগ নেই। জরুরি কোনো ঘোষণা দিতে হলে আজানের আগে বা পরে এমনভাবে দিতে হবে, যাতে তা আজানের অংশ মনে না হয়। যেমন বর্তমানে করোনাভাইরাসের কারণে মসজিদে লোকসমাগম সীমিত রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই মুয়াজজিন সাহেব আজানের আগে বা পরে বলতে পারেনÑ ভাইসব আপনারা ঘরে নামাজ আদায় করুন।


আরো সংবাদ



premium cement