২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জীবন বদলানোর টিপস : অনুতাপ (তিন)

-


[জিম্বাবুয়ের মুফতি ড. ইসমাইল মেনক এ সময়ের অন্যতম প্রসিদ্ধ ইসলামী স্কলার। তিনি মদিনায় ইসলামের ওপর উচ্চতর পড়াশোনা এবং অলডারগেট বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল গাইডেন্সের ওপর ডক্টরেট করেছেন। তিনি টুইটারে কোভিড-১৯ এর লকডাউনের সময় অনুশীলনের জন্য গিফট করা দু’টি বইয়ে জীবনাচরণের বিভিন্ন মৌলিক বিষয়ে সহজ সরল কিছু টিপস দিয়েছেন। লকডাউন গিফটের জীবন বদলানোর দ্বিতীয় আলোচনা হলো অনুতাপ। এই পরিচ্ছেদের তৃতীয় অংশটি আজ। অনুবাদ করেছেন মাসুমুর রহমান খলিলী।]

জীবনে আপনি যা করেছেন সেই অতীতটি দেখতে আপনার অনেক সাহস এবং বিশ্বাসের প্রয়োজন তবে যতক্ষণ আপনি তাঁর ওপর আস্থা রাখবেন ততক্ষণ আপনি ঠিক থাকবেন।
আপনার জীবনে যদি অন্য কারো বিষয়ে কোনো ক্ষোভ থাকে তবে আপনার নিজের পাপগুলোতে মনোনিবেশ করুন। এটি আপনাকে অন্যের দোষ নিয়ে উদ্বিগ্ন হওয়া থেকে বিরত রাখতে পারে। যখন আপনি পাপ করেছেন, দ্রুত তার জন্য অনুতাপ করুন এবং সঠিক ধারায় ফিরে আসুন। ‘সঠিক সময়’ কখন আসবে তার জন্য অপেক্ষা করবেন না। পরবর্তী অথবা দ্বিতীয় সুযোগ আপনার সামনে আর নাও আসতে পারে।
আপনি যদি পরিবর্তন আনার বিষয়ে ভাবেন তবে নিজের জন্য একটি সুযোগ হিসেবে এখনই সেটি করে ফেলুন। জীবনের নতুন পৃষ্ঠা শুরু করুন। সর্বশক্তিমানের সাথে কথা বলুন। তিনি অসংখ্যবার সুযোগ দেন।
আমরা আমাদের সম্পর্ক নিয়ে অনেক ধরনের কষ্ট পাই অথচ ভুলে যাই যে শেষ বিচারের দিন সর্বশক্তিমানের সম্পর্ক ছাড়া আর কারো সম্পর্কই কোনো সাহায্য করবে না।
যখন সময়গুলো সত্যই কঠিন হয়, তখন এটি একা অনুভব হওয়া স্বাভাবিক। আপনার মনে হবে নিজের দুঃখ ভাগ করার মতো কেউ নেই। তবে জেনে রাখুন আপনি যেখানেই থাকুন না কেন, সর্বশক্তিমান তা জানেন।
আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা বিচার্য নয়, একদিন এর সবকিছু ভেসে উঠবে। অন্যরা আপনাকে নিয়ে কী ভাবছে সে সম্পর্কে আপনি খুব কমই দেখবেন। কেবল সর্বশক্তিমানের সন্তুষ্টির বিষয়টি হবে মূল।
শয়তানের প্ররোচনায় পড়া সহজ তবে তা থেকে বের হওয়া খুব কঠিন। সুতরাং সর্বশক্তিমানের সাহায্য পেতে শিখুন এবং তাঁকে আপনার হৃদয় পূরণ করতে দিন। যে পাপগুলো দৃশ্যমান নয় সেগুলো থেকে সাবধান থাকুন। বিপজ্জনকটি হলো এটি আপনার হৃদয়কে অন্ধকার করে দেয় অথচ অন্যরা তা দেখেও না অথবা জানেও না। এটি আপনার ঈমানকে ভেতর থেকে দুর্বল করে ফেলে।
আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়ি অথচ আগামীকাল অবধি বেঁচে থাকব কি না তাও জানি না। আমাদের আখিরাতের প্রস্তুতির সত্যিকার কি অবস্থা? এটি কি পরিকল্পনার যোগ্য নয়?
আমরা চেষ্টা করি এবং পার্থিব বিষয়গুলো নিয়ে গর্ব করি। অথচ যখন আমাদের পরবর্তী জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আসে তখন সেটাকে আমরা গুরুত্ব দেই না। আপনি যখন আপনার পাপের বিষয়ে বারবার অসতর্ক হন তখন আপনার হৃদয় শক্ত হয়ে যায়। সুতরাং তাঁর ক্ষমা প্রার্থনা করুন এবং আপনি যদি আপনার হৃদয়টি সীলমোহর না করতে চান তবে বারবার অনুশোচনা করুন। জীবন পরম্পর বৈপরিত্যে পূর্ণ। আমরা অন্যের কাছ থেকে আড়াল করার চেষ্টা করি এবং সর্বশক্তিমান সর্বদা সবকিছু যে দেখছেন এটি ভুলে যাই।
সর্বশক্তিমানের করুণার আশা ছেড়ে দেয়া আপনার জন্য সবচেয়ে বড় অপরাধ। কোনো পাপই তাঁর পক্ষে ক্ষমা করার জন্য খুব বড় নয়। ভালো হলো তওবা করুন এবং ফিরে আসুন। যদি আপনি কিছুক্ষণের জন্য একটি অন্ধকার টানেলে ভ্রমণ করেন এবং আপনার হৃদয় আলো পেতে পেরেসান হয়, তবে আপনার মানসিক যন্ত্রণার অতীতটি দেখুন। সর্বশক্তিমানকে বলুন।
যিনি সারাক্ষণ সমালোচনা করেন তার সম্পর্কে সাবধান থাকুন। অন্যরা যে ভালো কাজ করেছে তা তিনি ভুলে যান এবং কেবল তাদের দোষটাই উল্লেখ করেন। নিজের অন্তরকে পবিত্র করুন। শুধু ভালো কথা বলুন। নিজের সম্পর্কে যা জানেন তার চেয়েও বেশি আপনার সম্পর্কে সর্বশক্তিমান জানেন সেই বিশ্বাস যখন শেষ পর্যন্ত আপনি অর্জন করবেন শান্তিতে থাকবেন তখনই। আমাদের প্রতি অবিচার করার পরও বারবার অনেককে আমরা স্মরণ করি কিন্তু তাঁকে ভুলে যাই যার প্রতি আমরা অবিচার করছি? মহান আল্লাহ আমাদের ত্রুটিগুলো ক্ষমা করুন।
আপনার এমন জীবনযাপন বন্ধ করুন যাতে আপনাকে নিজের কাজের জন্য যে দায়বদ্ধ হতে হয় সে ভাবনা না থাকে। এই অস্থায়ী জীবনের মরীচিকায় বোকা হবেন না। যত দিন আপনি বেঁচে আছেন, দেরি হওয়ার কিছুই নেই। কাউকে আপনার মনের চিন্তাকে গুলিয়ে ফেলতে দেবেন না। আপনি যদি সর্বশক্তিমানের দিকে ফিরে যেতে চান তবে এখনই এটি করুন। জীবনে পরিবর্তন আনুন।
বারবার অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করুন, এমনকি যখন ভাবেন যে আপনি কোনো ভুল করেননি, তখনও। মনে রাখুন, সবাই পাপ করে। কেউ নিখুঁত নন।
কখনো বলবেন না, ‘আমি বেশি বেশি পাপে ডুবে আছি বলে আমি প্রার্থনা করছি না।’ আপনি প্রার্থনা করবেন এই কারণে যে আপনার প্রতি তাঁর করুণা এবং ভালোবাসা অফুরন্ত। সর্বশক্তিমানের দিকে ফিরে যান।
বিশৃঙ্খলা মোকাবেলার একমাত্র উপায় হলো শান্ত থাকা। যখন চার দিকে গোলযোগ হয়, তখন শান্ত থাকুন। আপনি যখন নিজেকে ভঙ্গুর মনে করবেন তখন সর্বশক্তিমানের কাছে আপনার হৃদয়ের জন্য নির্দেশনা কামনা করুন।
এর পর কাল : জীবন বদলানোর টিপস : অনুতাপ-চার


আরো সংবাদ



premium cement