২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : আমি মক্কার নামাজের ভিডিওতে দেখলাম, সেখানে তারা নামাজ চলাকালীন অবস্থায় একজন মুসল্লি অন্যজনের সামনে দিয়ে অনায়াসে হাঁটাচলা করছে, কিন্তু আমরা জানি তা কঠোর গুনাহ। তাহলে তারা যা করছে সেটা কি অপরাধ? আর নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলার নিয়ম কী? আর সামনে দিয়ে গেলে শাস্তির বিধান কী?

ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর : নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া জায়েজ নেই। রাসূলুল্লাহ সা: বলেছেন, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াতকারী ব্যক্তি যদি জানত এতে কি পরিমাণ গুনাহ হয় তাহলে সে সামনে দিয়ে যাওয়ার চেয়ে চল্লিশ (দিন, মাস কিংবা বছর উদ্দেশ্য, বর্ণনা স্পষ্ট নয়) দাঁড়িয়ে থাকাকে উত্তম মনে করত। সহিহ বুখারি, হাদিস নং ৫১০। মুসনাদে বায-যারে (হাদিস নং ৩৭৮২) আছে চল্লিশ বছর।
তবে সামনে কতটুকু পরিমাণ জায়গার মধ্যে যেতে পারবে না সে বিষয়ে মতভেদ আছে। হাফিজ ইবনে হাজার আসকালানী রহ: বলেন, এর সীমা নিয়ে মতভেদ আছে। কারো মতে, সিজাদা দেয়ার স্থান পর্যন্ত, কেউ কেউ বলেন, তিন হাত, আবার কেউ কেউ বলেন, পাথর নিক্ষেপ করলে যতটুকু যায় সেই পরিমাণ। ফাতহুল বারী, ১/৫৮৫ (শামেলা)।
এজন্য সর্বদা সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া পরিহার করবেন। একান্ত বাধ্য হলে অন্তত দু’কাতার দূর থেকে যাবেন।


আরো সংবাদ



premium cement