২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন- একটি দলের কিছু লোক প্রতিপক্ষের কাউকে খুন করছে। উভয় দলই ইসলামের দাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমতাবস্থায় লোকটিকে কি বাঁচানোর চেষ্টা করা উচিত? ইস্তাহাদুল হক

মাওলানা লিয়াকত আলী
কাউকে আক্রান্ত হতে দেখলে সে অমুসলিম হলেও তাকে রক্ষার চেষ্টা করা ঈমানের দাবি। অন্যের ও অন্যদের জান-মাল-সম্মান নিরাপদ রাখা একজন মুসলিমের অন্যতম প্রধান কর্তব্য। প্রতিপক্ষ হলেও একমাত্র যুদ্ধের ময়দানে ছাড়া অমুসলিমের জান-মাল-সম্মানের ওপর আঘাত হানার অনুমতি নেই কোনো মুসলমানের জন্য। তবে মুসলিম হয়েও ইসলামের দাওয়াতে বাধা সৃষ্টি করা নিছক বুঝশক্তির ঘাটতি বলে মনে করতে হবে এবং তার সঠিক বুঝশক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তার ক্ষতি কামনা করা যাবে না এবং তাকে ক্ষতি থেকে রক্ষার চেষ্টা করতে হবে। এটাই ইসলামের শিক্ষা।


আরো সংবাদ



premium cement