২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাসূল সা:-এর কথা

-

লাশের ডাক
আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা: বলেন, ‘জানাজার লাশ যখন রাখা হয় এবং লোকজন তাকে তাদের কাঁধে উঠিয়ে বহন করে নিয়ে যায়, এ লাশটি যদি হয় সৎকর্মশীল ব্যক্তির, তাহলে সে বলতে থাকেÑ আমাকে নিয়ে এগিয়ে চলো। আর যদি এটি হয় কোন অসৎ ব্যক্তির লাশ, তাহলে সে বলে, হায়! দুর্ভাগাকে নিয়ে কোথায় চলেছ? মানব জাতি ছাড়া সবাই তার চিৎকার শুনতে পায়। মানুষ যদি তা শুনত, তাহলে (এ চিৎকারের তীব্রতায়) সে মারা যেতো। (বুখারি)


আরো সংবাদ



premium cement