২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আল কুরআনের বাণী

-

আল্লাহ কাদের অপছন্দ করেন
৩৬. ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরিক করো না। আর ভালো ব্যবহার করো মা-বাবার সাথে, নিকটাত্মীয়দের সাথে, এতিমদের সাথে, মিসকিনদের সাথে, আত্মীয় প্রতিবেশী ও অনাত্মীয় প্রতিবেশীর সাথে, মুসাফির ও তোমাদের অধীনস্থ দাস-দাসীর সাথে। নিশ্চয় জেনে রাখ যে, আল্ল­াহ এমন লোককে পছন্দ করেন না, যে বড় হওয়ার গৌরব করে ও অহঙ্কার করে।
৩৭. (আল্লাহ আরো অপছন্দ করেন) যারা নিজেরাও কার্পণ্য করে এবং অন্যকেও কৃপণতা করতে বলে। এবং যারা আল্লাহ নিজের অনুগ্রহ থেকে তাদেরকে যা দান করেছে তা গোপন করে; বস্তুত আমি কাফেরদের জন্য অপমানজনক আজাব তৈরি রেখেছি।
৩৮. আর ওই সব লোকেরাও আল্ল­াহর কাছে পছন্দনীয় নয়, যারা নিজেদের টাকা-পয়সা শুধু মানুষকে দেখানোর জন্য খরচ করে। এরা আসলে আল্ল­াহর ওপরও ঈমান রাখে না, অখিরাতেও বিশ্বাস রাখে না। সত্যি বলতে কী, শয়তান যার সাথী হয়েছে তার ভাগ্যে খুব খারাপ সঙ্গীই জুটেছে।
সূরা নিসা, আয়াত নম্বর : ৩৬-৩৮


আরো সংবাদ



premium cement