কুরআনের বাণী
- ১৪ এপ্রিল ২০২০, ০০:০০
বিহŸলকর ঘটনা
পরম করুণাময় সতত দয়াবান আল্লাহর নামে
১. আপনার কাছে কি আচ্ছন্নকারী কেয়ামতের খবর পৌঁছেছে? ২. অনেক মুখণ্ডল সেদিন হবে লাঞ্ছিত। ৩. ক্লিষ্ট, ক্লান্ত। ৪. তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। ৫. তাদের ফুটন্ত ঝরনা থেকে পান করানো হবে। ৬. কাঁটাযুক্ত গুল্ম ছাড়া তাদের জন্য কোনো খাদ্য থাকবে না। ৭. এটা তাদের পুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। ৮. অনেক মুখণ্ডল সেদিন হবে, সজীব। ৯. তাদের কর্মের কারণে তারা হবে সন্তুষ্ট। ১০. তারা থাকবে, সুউচ্চ জান্নাতে। ১১. সেখানে তারা শুনবে না কোনো অসার কথাবার্তা। ১২. সেখানে থাকবে প্রবাহিত ঝরনাধারা। ১৩. সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন। ১৪. এবং সংরক্ষিত পানপাত্র। ১৫. আর সারি সারি গালিচা। ১৬. এবং বিস্তৃত বিছানো কার্পেট। ১৭. তবে কি তারা উষ্ট্রের প্রতি লক্ষ করে না যে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? ১৮. এবং আকাশের প্রতি লক্ষ করে না যে, কিভাবে তা সুউচ্চে স্থাপন করা হয়েছে? ১৯. আর পাহাড়ের দিকে তাকায় না যে, কিভাবে তা স্থাপন করা হয়েছে? ২০. এবং পৃথিবীর দিকে দেখে না যে, কিভাবে তা সমতল করে বিছানো হয়েছে? ২১. অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা। ২২. আপনি তাদের শাসক নন। ২৩. কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও অবিশ্বাস করে। ২৪. আল্লাহ তাকে মহা শাস্তি দেবেন। ২৫. নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই কাছেই। ২৬. অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।
সূরা আল গাশিয়া ১-২৬ আয়াত
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা