২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

আরবি হোসেন : ফজরের নামাজ দেরি করে পড়লে নামাজ হবে কি না এবং গুনাহ হবে কি না?
মাওলানা লিয়াকত আলী - আল্লাহ তায়ালা পাঁচ ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করে দিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে নামাজ সম্পন্ন করার আদেশ দিয়েছেন। নামাজের সময় হয়ে গেলে বিলম্ব না করে নামাজ আদায়ে আত্মনিয়োগ করা মুমিন বান্দার অবশ্য কর্তব্য। অবশ্য বিশেষ কারণবশত একটু বিলম্ব করার অবকাশ রয়েছে। যেমন জামাতের সাথে নামাজ আদায়ের সময় মুসল্লিদের উপস্থিতির সুযোগ দেয়া। তবে তা যেন আলসেমির কারণ না হয়, সে দিকে বিশেষ লক্ষ রাখা উচিত। ফজরের নামাজের সময় হয় সুবহে সাদিকের সাথে। আর তা শেষ হয় সূর্যোদয়ের সাথে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভোরের অন্ধকার থাকতেই, তেমনি ফর্সা হয়ে হওয়ার পরও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন বলে প্রমাণিত আছে। অতএব উভয়টিরই অবকাশ আছে। তবে যেকোনো নামাজ এত বিলম্বে শুরু করা মাকরুহ, যখন তাড়াহুড়ো করে নামাজ শেষ করতে হয়। তাই ফজরের নামাজও ভোরের অন্ধকার কেটে যাওয়ার পরে হলেও এতটুকু সময় হাতে রেখে অবশ্যই শুরু করতে হবে, যাতে সুন্নত নিয়ম অনুযায়ী উভয় রাকাতে দীর্ঘ কিরাআত পাঠ করা যায়। শুধু তা-ই নয়, আল্লাহ না করুন, যদি কোনো কারণে নামাজ ফের আদায় করার প্রয়োজন পড়ে, তা হলে যেন সূর্যোদয়ের আগেই আবার সুন্নত নিয়ম অনুযায়ী দীর্ঘ কিরাআতের সাথে আদায় করা যায়। এসব দিক লক্ষ রেখে ফজরের নামাজ একটু দেরি করায় কোনো গুনাহ হবে না।


আরো সংবাদ



premium cement