প্র শ্নো ত্ত র
- ০৭ এপ্রিল ২০২০, ০০:০০
প্রশ্ন : নিজের নামে মসজিদ প্রতিষ্ঠা করা যাবে কি?
মুফতি কাজী ইব্রাহিম : নিজের নামে নিজে মসজিদ প্রতিষ্ঠা করা যাবে। তবে ভালো হয় যদি আপনার মৃত্যুর পর আপনার ছেলেরা আপনার নামে মসজিদ প্রতিষ্ঠা করে। যেমনÑ মসজিদে ওমর, মসজিদে আয়েশা, মসজিদে আবু বকর এসব মসজিদ তাঁদের মৃত্যুর পর তাঁদের নামে নামকরণ হয়েছে। আপনি যদি নিজের নামে মসজিদ প্রতিষ্ঠা করেন, এতে লোকদেখানো একটা ভাব প্রকাশ পায়, এটি লৌকিকতা ও এখলাছের পরিপন্থী। আর সবচেয়ে ভালো আপনি আল্লাহর নামে বা কোনো ইসলামিক নামে মসজিদ প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন : মৃত্যুর আগে কুলখানি করা যাবে কি না?
মুফতি কাজী ইব্রাহিম : না, মৃত্যুর আগে কুলখানি বা চল্লিশা করা যাবে না। এটি কুফরি। নবীজি বলেছেন, দুটো জিনিস মানুষের মধ্যে থাকলে এটি কুফরি কাজ। একটি হলো কারো বংশ ধরে গালি দেয়া। অন্যটি হলো নিয়াহাত (চল্লিশা বা সাতাইশা প্রভৃতি) অনুষ্ঠান। মৃত্যুর আগে যদি খাওয়াতে চান তা হলে সওয়াবের নিয়তে খাওয়াবেন।
প্রশ্ন : মহিলারা পুরুষের সাথে কিভাবে কথা বলবে?
মুফতি কাজী ইব্রাহিম : পর পুরুষের সাথে যদি কথা বলতেই হয় তবে অবশ্যই নরম সুরে কথা বলবে না। কারণ আল্লাহ তায়ালা বলেছেন, ‘মহিলারা পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে বা মিষ্টি সুরে কথা বলবে না।’ আর মহিলা সাহাবিরা কথা বলার সময় মুখের সামনে হাত দিয়ে কণ্ঠকে বিকৃত করে কথা বলতেন; যেন কণ্ঠের মিষ্টতা প্রকাশ না পায়। সুতরাং প্রয়োজনে কথা বলতে হলে অবশ্যই নরম সুরে বা ইনিয়ে বিনিয়ে কথা বলা যাবে না। আর অপ্রয়োজনে তো কথা বলবেই না। কারণ অপ্রয়োজনীয় কাজ মুমিনের বৈশিষ্ট্য না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা