নতুন প্রকাশ
- ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০
শান্তির সংলাপ
খালিদ আবুল ফুতূহ্
অনুবাদ : আব্দুল্লাহ আল মামুন আযহারী
প্রকাশক : দারুস সালাম বাংলাদেশ
৩৮/৩, কম্পিউটার কমপ্লেক্স
বাংলাবাজার, ঢাকা
মোবা: ০১৭১৫৮১৯৮৬৯
প্রথম প্রকাশ : আগস্ট ২০১৯
হাদিয়া : ২৫০ টাকা মাত্র।
আল কুরআন সঠিক যুক্তিতর্ক ও জ্ঞানসহকারে সংলাপ ও বিতর্কের প্রতি উৎসাহিত করেছে। আর দাওয়াতের ক্ষেত্রে বিতর্কে উত্তম পন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন : ‘তোমরা রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হেদায়েতপ্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন।’ (সূরা আন-নাহল, আয়াত : ১২৫)। সব নবী ও রাসূল আল্লাহর এ হুকুম যথাযথভাবে পালন করেছেন। কুরআন আমাদের কাছে কাফের-মুশরিকদের সাথে সংলাপ ও বিতর্কের অনেকগুলো দৃষ্টান্ত পেশ করেছে।
এ গ্রন্থে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উত্তর সংলাপ আকারে দেয়া হয়েছে, যেগুলোর ব্যাপারে অমুসলিমদের ও বিপথগামী মুসলিমদের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা রয়েছে।
এ সংলাপের মাধ্যমে অমুসলিমদের সাথে সব শ্রেণীর সাধারণ মুসলিমরাও উপকৃত হবে। তারা তাদের চিন্তাধারার উন্নতি, ইসলামবিরোধীদের সাথে বিতর্কে সক্ষম হবে এবং ইসলাম সম্পর্কে নিজেদের জ্ঞানকে সহজে শাণিত ও সমৃদ্ধ করতে পারবে। বইটিতে ইসলামের মৌলিক নীতিমালা ও সঠিক আকিদার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
সংলাপগুলো চিরস্থায়ী শান্তির পথে আমাদের পদচারণার অংশবিশেষ। যাতে সংশয় নিরসন হয়ে বাস্তবতা প্রকাশ পায় এবং আমাদের অনেকের চিন্তায় উদিত বিভিন্ন প্রশ্নের উত্তর মেলে। এখানে মানবিক বিভিন্ন বিষয়ের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং তা অধিকাংশ পাঠকের বোধগম্য হওয়ার উপযোগী করে আকর্ষণীয় বর্ণনাশৈলীতে উপস্থাপন করা করা হয়েছে।
এতে রয়েছে বিভিন্ন বিষয়ে ২৯টি সংলাপ। প্রতিটি পর্বই ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে এমনভাবে সাজানো হয়েছে, যাতে সে বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাঠক পেয়ে থাকবে এবং অন্য পর্বের মুখাপেক্ষী হবে না।
এগুলোকে বর্ণনামূলক নিবন্ধের মতো না লিখে সংলাপ আকারে বর্ণনা করা হয়েছে, যেন বিষয়গুলো শুষ্ক ও কঠিন গবেষণাধর্মী হওয়া সত্ত্বেও এতে রোমাঞ্চ ও উত্তেজনার ছোঁয়া থাকে। তবে সে ছোঁয়া কিন্তু আবার গল্প, উপন্যাস কিংবা নাটকের পর্যায়ে পৌঁছেনি। সংলাপের প্রমাণাদি এবং প্রশ্নের উত্তরগুলো সম্বোধিত শ্রেণীর জ্ঞান ও সংস্কৃতির উপযোগী হয় এবং বক্তব্য যেন তাদের স্তর অনুযায়ী হয় সেদিকে লক্ষ রাখা হয়েছে। যদিও এ সংলাপগুলো ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখার জন্য এবং শত্রুর সব সংশয় অপনোদনের জন্য যথেষ্ট নয়; তথাপি এগুলো অমুসলিমদের ইসলাম গ্রহণের পথে বাধাগুলো ভেঙে দেয়ার জন্য এবং দুর্বল মুসলিম যুবকদের ইসলামের দিকে আকৃষ্ট করতে যথেষ্ট।
নান্দনিক প্রচ্ছদ, বোর্ডবাঁধাই, ৮০ গ্রাম অফসেট কাগজে দুই রঙে ঝকঝকে ছাপা ও গুরুত্বপূর্ণ গ্রন্থটি সংগ্রহে রাখা যেতে পারে।
হ আসিফ আবরার
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা