১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার গোয়েন্দাগিরি করবে ‘ফড়িং’!

এবার গোয়েন্দাগিরি করবে ‘ফড়িং’! - ছবি : সংগৃহীত

বিজ্ঞানীরা এমন এক ‘ফড়িং’ আবিষ্কার করেছেন, যা দেখে কারো সন্দেহও হবে না যে, এটি আসল নয়; কৃত্রিম। শুধু তাই নয়, এটিকে খুব সূক্ষ্মভাবে গোয়েন্দাগিরিতেও কাজে লাগানো যাবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা কীট বা এজাতীয় এমন রোবট তৈরিতে দক্ষ, যা খুব কঠিন জায়গায়ও পৌঁছাতে সক্ষম। একইসাথে সেখানের কী হচ্ছে তাও জানাতে পারবে।

এই বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন শিক্ষার্থী অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে এই রোবোটিক ফড়িং আবিষ্কার করেছেন। তারা দাবি করেছেন, ভবিষ্যতে এই ফড়িং বহু গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে।

ফড়িং তৈরি প্রজেক্টের নেতৃত্বদানকারী শিক্ষার্থী জুনফেং গাও বলেন, এই ফড়িং পরিবেশের মূল্যায়ন, পানির নমুনা সংগ্রহের মতো কাজের জন্য নির্দিষ্ট এলাকায় উড়তে পারবে।

তিনি জানান, এটি পলিমার ব্যবহার করে তৈরি করা হয়েছে। বৈদ্যুতিক চার্জের মাধ্যমে উড়তে পারবে।

সূত্র : এক্সপ্রেস নিউজ


আরো সংবাদ



premium cement