০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট

আইভরি কোস্ট - সংগৃহীত

বছরের প্রথম দিনে ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়ার কথা বলল আইভরি কোস্ট। একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল এই দেশটি। কয়েক দশক ধরে সেখানে ফরাসি সামরিক ঘাঁটি আছে। সেই ঘাঁটি সরিয়ে নেয়ার কথা বলল দেশটি।

বছর শেষের ভাষণে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে অউতারা জানিয়েছেন, জানুয়ারি থেকেই ধীরে ধীরে ফ্রান্সকে সেনাবাহিনী সরিয়ে নিতে হবে।

আফ্রিকার একাধিক দেশে দীর্ঘদিন ধরে সামরিক ঘাঁটি ছিল ফ্রান্সের। কিন্তু ক্রমশ প্রায় সমস্ত দেশই ফ্রান্সকে সামরিক ঘাঁটি সরিয়ে নেয়ার কথা বলেছে। এবার সেই দলে যোগ দিলো আইভরি কোস্ট।

এর আগে মালি, বুরকিনা ফাসো, নাইজার থেকে ফ্রান্সকে ঘাঁটি সরাতে হয়েছে। এই প্রতিটি দেশেই এক সময় ফরাসি উপনিবেশ ছিল।

কিছুদিন আগে সেনেগাল ও চাদ ফ্রান্সকে সেনাবাহিনী সরাতে বলেছে। প্রায় প্রতিটি দেশই চীন ও রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। এবার আইভরি কোস্ট থেকে ফরাসি সেনাবাহিনী চলে গেলে আফ্রিকায় মাত্র আর দু’টি দেশে ফ্রান্সের সামরিক ঘাঁটি থাকবে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement