রাশিয়ার বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভ অঞ্চল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৪০
ইউক্রেনের জ্বালানি অপারেটর ডিটিইকে রোববার কিয়েভ ও পূর্বাঞ্চলীয় অপর দু’টি এলাকায় জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘোষণা দিয়েছে। বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের রুশ বিমান হামলার পর কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
কিয়েভ থেকে এএফপি জানায়, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টেলিগ্রামে ডিটিইকে লিখেছে, ‘কিয়েভ ও কিয়েভ অঞ্চলে এবং দোনেৎস্ক অঞ্চল ও প্রশাসনিক বিভাগ নিপ্রোপেত্রোস্কে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এর আগে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো টেলিগ্রামে বলেন, ‘আমাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার উপর ব্যাপক হামলা চলছে’ এবং রুশ বাহিনী ‘ইউক্রেন জুড়ে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে।’
এএফপির সাংবাদিকরা ভোরে কিয়েভ ও দোনেৎস্ক অঞ্চলের স্লোভিয়ানস্কের কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানায়।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইউক্রেনের জ্বালানি উৎপাদন ক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে। কিয়েভ তার পশ্চিমা মিত্রদের কাছে তার বিদ্যুৎ ও জ্বালানি গ্রিড পুনঃনির্মাণে এবং বিমান প্রতিরক্ষায় তার বাহিনীকে আরো অস্ত্র সরবরাহ করতে সাহায্যেও অনুরোধ জানিয়েছে।
ইউক্রেনে দ্রুত তীব্র শীত ঘনিয়ে আসার সাথে সাথে দেশটি ইতোমধ্যেই বড় ধরনের বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতিতে পড়েছে।
সূত্র : এএফপি/বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা