সাধারণ পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে রাফায় ইসরাইলের তীব্র হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মে ২০২৪, ১৬:৫৪
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে রাফায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরাইল। বুধবার সকালে সেখানে নতুন বিমান হামলার খবর পাওয়া গেছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলের রাফা অভিযান বন্ধের জন্য একটি খসড়া প্রস্তাব পাশ করেছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেই রাফায় হামলা চালাচ্ছে ইসরাইল। বুধবার সকালে রাফায় ইসরাইলের নতুন বিমান হামলার খবর পাওয়া গেছে। এর সাথে সাথে তারা ট্যাঙ্ক বহর নিয়ে রাফার কেন্দ্রস্থলে পৌঁছে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি ট্যাংকগুলো পশ্চিম রাফার আরো ভেতরে ঢুকে পড়েছে। কিছু ট্যাংক পশ্চিম রাফার জুরুব এলাকায় পাহাড়ি উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। সেখানে হামাসসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে ইসরাইলি বাহিনীর লড়াই চলছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, রাফায় ইসরাইলি বাহিনী দূরনিয়ন্ত্রিত সাঁজোয়া যান ব্যবহার করছে বলে মনে হচ্ছে। কিছু সাঁজোয়া যানের ভেতরে বা আশপাশে তাৎক্ষণিক কোনো সেনার উপস্থিতি লক্ষ করা যায়নি।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরাইলি সামরিক বাহিনী।
সূত্র : আল জাজিরা