২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজা ইস্যুতে ইউরোপের নীতির সমালোচনায় অ্যামনেস্টি

গাজা ইস্যুতে ইউরোপের নীতির সমালোচনায় অ্যামনেস্টি - সংগৃহীত

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক রিপোর্টে জার্মানি-সহ ইউরোপের দেশগুলোর সমালোচনা করলো।

অ্যামনেস্টির রিপোর্টে এবার সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সেই সূত্রেই ইউরোপের দেশগুলোর মনোভাব ও অবস্থান নিয়ে রিপোর্টে মন্তব্য করা হয়েছে।

রিপোর্ট পেশ করে জার্মানিতে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল জুলিয়া ডাচরো জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবকের সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, ‘বেয়ারবক তথ্যের ভিত্তিতে মানবাধিকার ভিত্তিক পররাষ্ট্র নীতি অনুসরণ করছেন না।’ ইসরাইল-গাজা সংঘাত নিয়ে ডবল স্ট্যান্ডার্ড-এর কথাও বলেছেন অ্যামনেস্টি প্রধান।

রিপোর্টে বলা হয়েছে, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের কিছু নেতা এবং ইইউ নেতৃত্ব জাতিসঙ্ঘের চার্টারে এবং আন্তর্জাতিক মানবাধিকারে উল্লিখিত নীতিগুলো মানছেন না। তাদের আচরণ ডবল স্ট্যান্ডার্ডের উদাহরণ হয়ে থাকছে।’

২০২৩-এর ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলা নিয়ে রিপোর্টে বলা হয়েছে, ‘হামাস ভয়ংকর অপরাধ করেছে।’

যুক্তরাষ্ট্র, ইইউ এবং অনেকগুলো দেশ হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে। ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাস এক হাজার ২০০ জনকে হত্যা করেছিল এবং প্রায় ২৫০ জনকে অপহরণ করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় ও বন্দী করে রাখে।

ডাচরো বলেছেন, 'অ্যামনেস্টি হামাস বা কোনো সংগঠনকেই সন্ত্রাসবাদী সংগঠন বলে অভিহিত করে না, কারণ, আন্তর্জাতিক আইন অনুসারে সন্ত্রাসবাদী সংগঠনের কোনো সংজ্ঞা দেয়া হয়নি।'

ইসরাইল নিয়ে অ্যামনেস্টি
অ্যামনেস্টির রিপোর্টে বলা হয়েছে, '৭ অক্টোবরের পর ইসরাইল প্রত্যাঘাতের প্রচার শুরু করে। এরপর বেসামরিক মানুষের উপর, বেসামরিক পরিকাঠামোর উপর নির্বিচারে আক্রমণ শুরু হয়।’

রিপোর্টে বলা হয়েছে, ‘ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, তারা আন্তর্জাতিক ও মানবিক আইন মেনে গাজায় আক্রমণ করেছে। কিন্তু বাস্তবে তারা এই আইনের প্রধান বিষয়গুলো লঙ্ঘন করেছে।’

গত দুই বছর ধরে ইসরাইল ও ইহুদি সংগঠনগুলো অ্যামনেস্টির প্রবল সমালোচনা করছে। কারণ, আগের রিপোর্টে অ্যামনেস্টি ইসরাইলকে 'বর্ণবিদ্বেষী' বলে অভিযোগ করেছিল। ইসরাইল সেই অভিযোগ খারিজ করে দেয়।

ইসরাইলের অভিযোগ, অ্যামনেস্টি ইহুদি-বিদ্বেষ বাড়াচ্ছে এবং তারা সংঘাত নিয়ে একপেশে মনোভাব নিয়েছে।

মানবাধিকার নিয়ে
অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, '১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকারের প্রতিশ্রুতি থেকে বিশ্ব পিছনের দিকে যাচ্ছে।'

তিনি বলেছেন, '২০২৩ সালে অনেক সরকার ও সমাজ স্বৈরাচারী নীতি নিয়েছে, যার ফলে মতপ্রকাশের অধিকার ও লিঙ্গ-সাম্যর উপর আঘাত এসেছে।'

এই রিপোর্টে ইউক্রেন যুদ্ধ ও চীনের আন্তর্জাতিক আইন ভঙ্গের প্রসঙ্গও আছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বলা হয়েছে, 'এর ফলে বারবার যুদ্ধাপরাধ করা হয়েছে। যুদ্ধবন্দীদের উপর অত্যাচার ও খারাপ ব্যবহার করা হয়েছে। নদীবাঁধ ভেঙে দেয়া, বিদ্যুৎকেন্দ্রের উপর আক্রমণ, খাদ্যশস্য রফতানি পরিকাঠামোর উপর আক্রমণের ফলে পরিবেশগত বিপুল ক্ষতি হয়েছে।'
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
আইনজীবী সাইফুল হত্যা : আটক ৩০, দুই মামলার প্রস্তুতি সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ

সকল