করোনায় আক্রান্ত বেড়েছে, কমেছে মৃত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১২
মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত কমেছে, বেড়েছে মৃত। আক্রান্ত হয়েছে দুই লাখ ৪০৩ জন। মারা গেছে এক হাজার ৬৫৫ জন মানুষ।
গতকাল বুধবার আক্রান্ত হয়েছিল দুই লাখ ৫৮ হাজার ১৪১ জন। মারা গিয়েছিল ৯১৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮১ লাখ চার হাজার ৭১০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৮৬ হাজার ২০ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ছয় লাখ ৫৮ হাজার ৯৪২ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৮৭৭ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৪১ হাজার ২২০ জন।
তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৩৭৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৫৬ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৪৪৭ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৬৫৭ জন।
এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫৭ মানুষ। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৭ হাজার ১২৪ জনের।
তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৯ লাখ ৬০ হাজার ৮৮৮ জন। মারা গেছে ছয় লাখ ৯৭ হাজার ৮৯৪ জন মানুষ।