এজিয়ান সাগর নিয়ে গ্রিসকে এরদোগানের হুঁশিয়ারি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৩, ১২:৪৬, আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩, ১২:৪৭
গ্রিসকে এজিয়ান সাগর নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। তিনি বলেছেন, প্রতিবেশী গ্রিস নিয়ে তুরস্কের কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত না তারা এজিয়ান সাগরে ‘জলঘোলা না করে’।
শনিবার দক্ষিণ আনাতোলিয়া প্রদেশে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন।
গ্রিসের উদ্দেশ্যে এরদোগান বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনি এজিয়ানে আমাদের সাথে কোনো ঝামেলা না করেন, আমরাও আপনার সাথে ঝামেলা করব না।’
তুরস্ক নিজস্ব উৎপাদিত স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাইফুন (টাইফুন) পরীক্ষা করার পর এরদোগান এসব কথা বলেন।
ক্ষেপণাস্ত্রটি ৪৫৬ সেকেন্ডে ৫৬১ কিলোমিটার (৩৪৯ মাইল) দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
তিনি বলেন, ‘আমরা তাইফুন (টাইফুন) নিক্ষেপ করেছি। তাইফুনের রেঞ্জ কতদূর? ৫৬১ কিলোমিটার। গ্রিকরা কী করেছিল? সংবাদপত্র অবিলম্বে শিরোনাম করেছিল ‘তারা এথেন্সে আঘাত করবে।’ যতক্ষণ না আপনি এজিয়ানে আমাদের সাথে ঝামেলা না করেন ততক্ষণ আমাদের তেমন সমস্যা নেই।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড