২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টুইটারের সমালোচনা নিয়ে জি-২০ ফোরামে কথা বললেন ইলন মাস্ক

টুইটারের সমালোচনা নিয়ে জি-২০ ফোরামে কথা বললেন ইলন মাস্ক - ছবি : ভয়েস অফ আমেরিকা

ইলন মাস্ক হওয়া সহজ নয়। ইলন মাস্কের সাফল্যকে অনুকরণ করতে চাওয়া তরুণদের জন্য এটি ছিল টুইটারের নতুন মালিক এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের বার্তা। এছাড়া তিনি টুইটারের সমালোচনা নিয়ে কথা বলেছেন বিজনেস ফোরাম বি-২০-তে।

সোমবার বালিতে একটি বিজনেস ফোরামে যখন মাস্ককে জিজ্ঞেস করা হয়েছিল যে, সম্ভাবনাময় ‘ইলন মাস্ক অফ দ্য ইস্ট’কে কিসের ওপর নজর দেয়া উচিত, তখন মাস্ক বলেন, ‘আপনি কী চাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই যে কতজন মানুষ আমার মতো হতে চাইবে। তারা আমাকে যেরকম কল্পনা করে সেরকম হতে চায়। তাদের কল্পনা আর আমি এক নই। আমি বলতে চাচ্ছি যে, আমি নিজেকে যে পরিমাণ নির্যাতন করি তা একেবারে অন্য পর্যায়ে।’

ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপে ২০টি নেতৃত্বস্থানীয় অর্থনীতির দেশের শীর্ষ সম্মেলনের আগে বিজনেস ফোরাম বি-২০ তে বক্তব্য রেখেছেন মাস্ক। ব্যাপকভাবে যাচাই বাছাই-এর পর তার টুইটার টেকওভার সম্পন্ন হওয়ার কয়েক সপ্তাহ পরে ভিডিও লিংকের মাধ্যমে তিনি এ সম্মেলনে যোগদান করেন।

ভারত এবং জি-২০-এর স্বাগতিক রাষ্ট্র ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কম খরচে বিকল্প পরিবহনের কথা জিজ্ঞেস করা হলে টেসলার এই প্রধান নির্বাহী বলেন, তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষেত্রে অনেক সস্তা একটি মডেল তৈরির কথা বিবেচনা করবেন।

গত মাসে তিনি চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনেছিলেন এবং দ্রুততম সময়ের মধ্যে কোম্পানির পরিচালনা পরিষদ এবং শীর্ষ নির্বাহীদের বরখাস্ত করেন।

৪ নভেম্বর তিনি ই-মেইলের মাধ্যমে কোম্পানির বাকি ফুল টাইম কর্মী বাহিনীর বেশির ভাগ ছাঁটাই করেন। এখন যে সকল আউটসোর্স কন্ট্রাকটরদেরকে ভুল তথ্য এবং অন্যান্য ক্ষতিকর বিষয়বস্তুর বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব দেয়া হয়েছিল তাদেরকে চাকরি থেকে বাদ দিচ্ছেন।

সোমবার বি-২০ তে বক্তব্য প্রদানকালীন মাস্ক তার সমালোচনা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘সবাইকে খুশি করার কোনো উপায় নেই, এটা নিশ্চিত।’

সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে : অর্থ উপদেষ্টা স্টল ভাড়া কমানোর দাবিতে সৃজনশীল প্রকাশকদের অনশনের ডাক মহিপালে গণহত্যা : আ’লীগের ৩ নেতা গ্রেফতার মিয়ানমারের রাখাইনে জান্তার আঞ্চলিক সামরিক কমান্ড বিদ্রোহীদের দখলে শেখ হাসিনার একমাত্র ভরসার জায়গা ভারত : দুলু এখনো স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা, কমিশন কী বলছে আদানি গ্রুপ চুক্তি লঙ্ঘন করেছে, তাদেরকে বাদ দেয়া হবে কিনা কমিটি হয়েছে : ফাওজুল কবির বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ১ নম্বর সংকেত বাঁশের সাঁকোই ভরসা ২১ গ্রামের মানুষের দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত

সকল