১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস - ছবি : ইউএনবি

বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেইসাথে ঋণগ্রস্ত দেশগুলোর সঙ্কট মোকাবেলায় পদক্ষেপ নিতে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ শেরপাস-ফাইন্যান্স ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটিদের প্রথম যৌথ সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘সঠিক অর্থায়ন অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির বিকাশ, শিল্পায়নে সহায়তা, খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলা ও বৈষম্য হ্রাসের মতো বিষয়ে মৌলিক ভূমিকা পালন করে।’

তিনি বলেন, ‘আর্থিক ন্যায়বিচার প্রদানে জি-২০-এর মতো প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিতে হবে। এসব প্রতিষ্ঠানকেই আজকের অর্থনীতির প্রতিনিধিত্ব করতে হবে। উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে ন্যায্যভাবে তাদের শাসন ব্যবস্থার প্রতিনিধিত্ব করতে হবে। আর এসব প্রতিষ্ঠানকে অবশ্যই বৈশ্বিক ধাক্কা থেকে অর্থনীতিকে, বিশেষ করে ঝুঁকিতে থাকা দেশগুলোকে রক্ষা করতে হবে।’

তিনি জলবায়ু পরিবর্তন, উন্নয়নের চ্যালেঞ্জ ও বৈশ্বিক ঋণ সঙ্কটের মতো গুরুতর বিষয়গুলো মোকাবেলায় দক্ষিণ আফ্রিকার সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এরপর দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে বৈঠক করার কথা রয়েছে তার।

১ ডিসেম্বর জি-২০-এর সভাপতিত্ব করে দক্ষিণ আফ্রিকা। এর ফলে প্রথম কোনো আফ্রিকার দেশ বিশ্বের প্রধান অর্থনীতির এ প্রভাবশালী গ্রুপের নেতৃত্ব দেয়ার কৃতিত্ব অর্জন করল।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল