০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আইসিসি গত ১৮ মাসে কী পরিমাণ তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে জানালেন প্রসিকিউটর

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান - ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠার ২০ বছরের তুলনায় গত ১৮ মাসেই বেশি পরিমাণে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউট করিম খান।

সোমবার আনাদোলু এজেন্সির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

মিডল ইস্ট মনিটর জানায়, আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান সোমবার বলেছেন, ২০০২ সালে আইসিসি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে পরিমাণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে তার থেকে বেশি পরিমাণে তথ্য-প্রমাণ সংগ্রহ হয়েছে গত ১৮ মাসে।

করিম খান আইসিসির অ্যাসেম্বলি অফ স্টেটস পার্টিজ (এএসপি) -এর ২৩তম অধিবেশনে এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, গত বছরে আইসিসি তার ইতিহাসে সবচেয়ে বেশি প্রমাণ এবং নথি পেয়েছে। এ সময়ে বেসরকারি সংস্থা (এনজিও) ও ভুক্তভোগীরা রোম সংবিধির ১৫ অনুচ্ছেদের অধীনে বিপুল সংখ্যক নথি এবং প্রমাণ জমা দিয়েছে।

তিনি বলেন, এ যাবতকালে আদালত ৩০টি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে গত তিন বছরেই জারি করা হয় ১৮টি গ্রেফতারি পরোয়ানা।

আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের একদিকে মানুষ নিরাপত্তা উপভোগ করবে আর অন্য দিকে পাবে না সেটা হতে পারে না।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।
সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল