০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

আইসিসি গত ১৮ মাসে কী পরিমাণ তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে জানালেন প্রসিকিউটর

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান - ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠার ২০ বছরের তুলনায় গত ১৮ মাসেই বেশি পরিমাণে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউট করিম খান।

সোমবার আনাদোলু এজেন্সির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

মিডল ইস্ট মনিটর জানায়, আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান সোমবার বলেছেন, ২০০২ সালে আইসিসি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে পরিমাণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে তার থেকে বেশি পরিমাণে তথ্য-প্রমাণ সংগ্রহ হয়েছে গত ১৮ মাসে।

করিম খান আইসিসির অ্যাসেম্বলি অফ স্টেটস পার্টিজ (এএসপি) -এর ২৩তম অধিবেশনে এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, গত বছরে আইসিসি তার ইতিহাসে সবচেয়ে বেশি প্রমাণ এবং নথি পেয়েছে। এ সময়ে বেসরকারি সংস্থা (এনজিও) ও ভুক্তভোগীরা রোম সংবিধির ১৫ অনুচ্ছেদের অধীনে বিপুল সংখ্যক নথি এবং প্রমাণ জমা দিয়েছে।

তিনি বলেন, এ যাবতকালে আদালত ৩০টি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে গত তিন বছরেই জারি করা হয় ১৮টি গ্রেফতারি পরোয়ানা।

আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের একদিকে মানুষ নিরাপত্তা উপভোগ করবে আর অন্য দিকে পাবে না সেটা হতে পারে না।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।
সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল