পল্টনের ফায়েনাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুন ২০২৪, ২২:২৫
রাজধানীর পুরানা পল্টনের কালর্ভাট রোডে ফায়েনাজ টাওয়ারের পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে আটকে পড়া ৪জন পুরুষ ও ৩ জন নারীকে জীবিত উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো: শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে ফায়ার কর্মীদের আপ্রাণ চেষ্টায় সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন সম্পূর্ণ নির্বাপণ হয় সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, পল্টনের ওই বহুতল ভবনে আটকে পড়া ৪ জন পুরুষ ও ৩ জন নারীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া কোনো হতাহত নেই। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা