বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার উদ্ধার
- বান্দরবান সংবাদদাতা
- ০৪ এপ্রিল ২০২৪, ২০:১৬, আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ২০:২৫
বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার র্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব এবং গোয়েন্দ সংস্থা ডিজিএফআই-সহ যৌথ বাহিনীর অভিযানে ব্যাথেলপাড়া এলাকা থেকে ওই ম্যানেজারকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেএনএফ -এর কাউকে আটক করা যায়নি। বর্তমানে ম্যানেজার রুমা উপজেলা কমপ্লেক্সে রয়েছে।
রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ম্যানেজার সম্পূর্ণ সুস্থ রয়েছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল (মঙ্গলবার) রাতে বান্দরবান জেলার রুমা উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা করে সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ)। এ সময় টাকা নিতে না পেরে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় তারা।