গ্যাস বিস্ফোরণ : চিকিৎসাধীন বাবা-মা ও সন্তানের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ এপ্রিল ২০২৪, ১৭:২৯, আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১৭:৫১
ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে তিনজন মারা গেছেন।
রোববার (৩১ মার্চ) ও সোমবার (১ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তাদের।
তারা হলেন নুরুল ইসলাম (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৪০) ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী সোহাগ হোসেন (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, গত ২৭ মার্চ দগ্ধ অবস্থায় একই পরিবারের চারজনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়। পরে দগ্ধ অবস্থায় গতকাল (রোববার) বেলা সাড়ে ১১টায় সুফিয়া বেগম মারা যান, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ ভোরে নুরুল ইসলাম মারা যান, তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। আর দুপুর পৌনে ১২টায় সোহাগ হোসাইন আইসিইউতে মারা যান, তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য, ২৭ মার্চ ভোরে ঢাকার ধামরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোকাম টোলায় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চার জন দগ্ধ হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা