ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দাবি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২৪, ২২:২৫
ঈদুল ফিতরের আগেই শ্রমিকদের বেতন ও উৎসব বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
তাদের বকেয়া বেতন পরিশোধ এবং চাকরি থেকে ছাঁটাই ও নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয়।
শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে শ্রমিক সংগঠনটি।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ অন্যান্য নেতারা এতে বক্তব্য দেন।
শ্রম আইনে কার্যকর সংশোধনী এনে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েন তারা।
সংগঠনটি চার শ্রমিক হত্যার সাথে জড়িতদের শাস্তি এবং আইএলওর কনভেনশন অনুযায়ী তাদের পরিবারকে মানসম্মত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে।
সূত্র : ইউএনবি