০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

রাজধানীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগে

রাজধানীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগে - সংগৃহীত

রাজধানীর গাবতলীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বুধবার রাত ৮টার দিকে গাবতলীর দ্বীপনগর এলাকায় পিটিয়ে আহত করা হয় তাকে।

নিহতের নাম মুকুল শেখ (৩৭)।

নিহতের ভাই রব্বানী শেখ জানান, তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছেলাচাপরি গ্রামের দুলাল শেখের ছেলে। বর্তমানে গাবতলী দ্বীপনগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

তিনি আরো জানান, রাতে কাজ শেষ করে দু’ভাই হেঁটে বাসায় ফিরছিলেন। তখন হঠাৎ ১০-১২ জন তাদের ওপর হামলা চালায়। অন্ধকারে তাদেরকে বেধড়ক পেটাতে থাকে। পরে প্রাণ বাঁচাতে রব্বানী সেখান থেকে পালিয়ে যান। তবে মুকুলকে একা পেয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি অভিযোগ করেন, গ্রামে তাদের জায়গা-জমি নিয়ে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন ধরে একটি দ্বন্দ্ব চলছিল। দু’বছর আগে তাদেরকে সেই প্রতিপক্ষ মারধর করেছিল। তাদের ভয়েই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ করতেন মুকুল ও রব্বানী। প্রতিবেশী কামরুল, লালু, আনোয়ার, জাহাঙ্গীর, লোকমান, ইয়াসিন, সাইদুল, ওয়াজেদ ফকিরসহ ১০-১২ জন মিলে ঢাকার ঠিকানায় এসে রাতে তাদের ওপর হামলা চালান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে গাবতলী এলাকা থেকে এক ব্যক্তিকে স্বজনরা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
সাভারে দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলল চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯ দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার, ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েই চলছে মাঠে আদালত স্থাপনের প্রতিবাদে স্থানীয় ও ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজশাহীসহ ৫ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩ হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

সকল