২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সচিবালয়ে অগ্নিকাণ্ড : কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ

সচিবালয়ে অগ্নিকাণ্ড : কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ - ছবি : সংগৃহীত

সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (ডিসেম্বর ২৬) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট সরকারকে দেবে। প্রাথমিক প্রতিবেদনের বিষয়টি গণমাধ্যমকে বিস্তারিত জানানো না গেলেও পূর্ণাঙ্গ প্রতিবেদনের পুরোটাই জানানো হবে। যতদ্রুত সম্ভব এই প্রতিবেদন দেয়া হবে।’

উপদেষ্টা জানান, উচ্চপর্যায়ের এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, তার সঙ্গে থাকবেন গৃহায়ন সচিব, পুলিশের আইজিপি, কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শাহিনকে বিজিবির অর্থ সহায়তা রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার প্রত্যয় : ভোক্তা মহাপরিচালক জামালগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় শায়েখ সিদ্দিক আহমদ মাহমুদপুরী আর নেই অবশেষে কানাইঘাটে চিরনিদ্রায় শায়িত হলেন হারিছ চৌধুরী ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, ৪ সপ্তাহে এলো ২৪২ কোটি ডলার চকরিয়ায় ডুলাহাজারা খালের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধিদলের সাথে কাতারের প্রধানমন্ত্রীর আলোচনা কারো তাঁবেদারি নয় আমরা সুষম বন্ধুত্ব চাই : রফিকুল ইসলাম খান ভারতে ৩ কন্যাসন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার লড়াইয়ের পূর্বাভাস জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের সম্পৃক্ততা নেই : প্রেস সচিব

সকল