০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ফ্র্যাঞ্চাইজি হকিতে দল কিনলেন সাকিব

ফ্র্যাঞ্চাইজি হকিতে দল কিনলেন সাকিব - ছবি : সংগৃহীত

আসন্ন ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (বিসিটি) দলের মালিকানা কিনেছেন টাইগারদের টেস্ট ও ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। অলরাউন্ডার সাকিবের কোম্পানি মোনার্ক মার্টের মাধ্যমে মালিকানা কিনেছেন তিনি।

সোমবার রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।

মোনার্ক মার্ট ছাড়াও দল কিনেছে এসিএমই, সাইফ পাওয়ারটেক, ওয়ালটন ও রূপায়ন গ্রুপ। ষষ্ঠ দলের নাম এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের মতো ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সাকিব বলেন, ‘আমি মনে করি বাংলাদেশে হকির সম্ভাবনা অন্য যেকোনো খেলার চেয়ে বেশি। তাই এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুশি। প্রথম যখন আমি বিকেএসপিতে যোগদান করি, তখন আমার রুমমেট ছিলেন একজন হকি খেলোয়াড়। আমার বড় ভাই হকি খেলোয়াড় ছিলেন। হকি খেলা দেখতে আমরা হকি মাঠে যেতাম। অনেক আগে থেকেই হকির প্রতি আগ্রহ ছিল। শুধু হকি নয়, যেকোনো খেলার সাথে থাকতে পারলে ভালো লাগে। সবচেয়ে বড় কথা, খেলাধুলা এমন একটি জায়গা যেখানে আমরা তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারি।’

২০ দিনব্যাপী এই টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।

অনুষ্ঠানে বিএইচএফ সভাপতি ও এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিএইচএফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও সাধারণ সম্পাদক আবদুস সাদেক, এসিই প্রধান পৃষ্ঠপোষক ও বসুন্ধরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান, এসিইর প্রধান নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক সাদেক এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিরা ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায়

সকল