এবার জাপানের কাছে হারলো বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২১, ২০:৩৫
এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি ট্রফিতে টানা তৃতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ। শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে জাপানের কাছে ৫-০ গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম ম্যাচে ভারতের সাথে ৯-০ গোলে হার। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে লড়াই করলেও হারতে হয় ৩-২ গোলে।
রোববার (১৯ ডিসেম্বর) লিগ পদ্ধতির শেষ ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে আশরাফুল শিবির।
আজকের ম্যাচের ২১ মিনিটে লিড নেয় জাপান। কেন নাগাইয়োশির পাসে গোলটি করেন কেনতা তানাকার। ২৩ মিনিটে পিসি পায় জাপান। গোলরক্ষক বিপ্লবের দৃঢ়তায় বেঁচে যায় দল। গোল পায়নি জাপান। এক মিনিট পরেই প্রাপ্ত পিসিতে গোল করেন জাপানের ফুজিশিমা।
৩৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় জাপান। গোল করেন কাতো রাইওসেই। ব্যবধান ৩-০। ৩৭ মিনিটে পিসি পায় বাংলাদেশ। কাজে লাগাতে পারেনি। ৪২ মিনিটে আবারো পিসি। গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় জাপান। গোলটি করেন কাতো রাইওসেই (৪-০)। ৫৭ মিনিটে জাপানের হয়ে পঞ্চম ও শেষ গোল করেন সেরেন তানাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা