১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ড্র করে সেমির স্বপ্নের শঙ্কায় পাকিস্তান

দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করেছে পাকিস্তান - ছবি : নয়া দিগন্ত

টুর্নামেন্ট শুরুর আগে ভারত ও পাকিস্তানকে টপ ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল। ভারত কক্ষ পথে থাকলেও পাকিস্তান হাঁটছে পেছন পথে। এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি ট্রফিতে দুই ড্র ও এক হারে সেমিতে উঠাই অনেকটা দুরুহ হয়ে যাচ্ছে দলটির।

শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে জাপানের সাথে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ৩-১ গোলে হারে পাকিস্তান।

কিম কিইউ বিয়োমের ফিল্ড গোলে ১৪ মিনিটে লিড নেয় দক্ষিণ কোরিয়া। দ্রুত গতির পাল্টা আক্রমণ থেকে গোল করে কোরিয়া। প্রথমার্ধে কোনো দলই পেনাল্টি কর্নার পায়নি। এসময় পাকিস্তান বেশকিছু আক্রমণ করলেও তা গোলে রূপান্তর করতে পারেনি।

২৪ মিনিটে আফরাজের ফিল্ড গোলে সমতা আনে পাকিস্তান। ডানপ্রান্ত দিয়ে দ্রুত গতির আক্রমণে পাওয়া বল গোলমুখ থেকে জালে পাঠান এ প্রতিযোগিতা দিয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করা ২২ বছর বয়সি এ খেলোয়াড়।

৩৩ মিনিটে রানা আব্দুলের পেনাল্টি কর্নার গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় পাকিস্তান। গতিময় ফ্লিক কোরিয়া গোলরক্ষক কিম জা হিয়োন প্রতিহত করেন বটে, বল গড়িয়ে গোললাইন অতিক্রম করে। ৩৭ থেকে ৩৮ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার পায় কোরিয়া। একটিও গোলে রূপান্তরিত করতে পারেনি। ৪২ মিনিটে পেনাল্টি কর্নারে মোহাম্মদ আবুর ফ্লিক ফিরিয়ে দেন কোরিয়া গোলরক্ষক কিম জা হিয়োন। দ্রুত গতির পাল্টা আক্রমণে গোলরক্ষক মাজহার আব্বাস ও এক ডিফেন্ডারকে কাটিয়ে ফাকা পোস্টে বল পাঠিয়ে স্কোর-লাইন ২-২ করেন জি উ চিওন।

৫১ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পেলেও পাকিস্তান গোল করতে পারেনি। দুটি প্রচেষ্টাই প্রতিহত করেন গোল রক্ষক কিম জা হিয়োন। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার পায় কোরিয়া। কোরিয়ার ফ্লিক প্রতিহত করতে গিয়ে প্রতিপক্ষককে পেনাল্টি স্ট্রোক উপহার দেন পাকিস্তান গোলরক্ষক মাজহার আব্বাস। ৫৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন জ্যাং জং ইয়োন। ৫৬ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। প্রথমটি বিফলে গেলেও দ্বিতীয় প্রচেষ্টায় বল পোষ্টে পাঠান রানা আব্দুল। আম্পয়ার গোল বাতিল করে দেন। রিভিউ নিয়ে পাকিস্তান সফল হয়, স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।

তিন ম্যাচে দুই ড্র ও এক হারে মাত্র দুই পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে পাকিস্তান। সাত পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৬ পয়েন্ট কোরিয়ার, অবস্থান দ্বিতীয়। দুই ম্যাচে দুই ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জাপান।

পাঁচ দলের এই টুর্নামেন্টে সেরা চারটি দল খেলবে সেমিফাইনাল। সেমি খেলতে হলে শেষ ম্যাচে বাংলাদেশকে হারানোর বিকল্প নেই পাকিস্তানের। যদিও এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি জিতে যায়, তাহলে সেমিতে খেলবে বাংলাদেশ। বিদায় নেবে গত আসরের যৌথ চ্যাম্পিয়ন পাকিস্তান।


আরো সংবাদ



premium cement