০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

হকিতে প্রথম শিরোপা জয় বিমানবাহিনীর

- ছবি : নয়া দিগন্ত

বিমানবাহিনীর হকির ইতিহাসে এই প্রথম চ্যাম্পিয়ন হওয়া। সোমবার প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির ফাইনালে প্রতিদ্বন্দ্বিতার পর তারা ৫-৪ গোলে হারায় নৌবাহিনীকে।

আম্পায়ারের খেলা শেষের বাঁশি। এরপর মাঠে দেখা গেল দুই চিত্র। এক দিকে বিমানবাহিনীর খেলোয়াড়দের শিরোপা জয়ের উৎসব। অন্যদিকে নৌবাহিনীর খেলোয়াড়রা ঘিরে ধরে আম্পায়ারকে। দু’দলের খেলোয়াড়দের মধ্যে হালকা উত্তেজনা। যদিও বিমানবাহিনীর খেলোয়াড়দের বাঁধভাঙা উল্লাসের কাছে সব চাপা পড়ে যায়। তাদের এই উল্লাসের মাত্রা ছিল ভিন্ন। এই প্রথম তাদের শিরোপা জয়ের স্বাদ।

এই দলটির সাথে সংশ্লিষ্টরা জানান, ‘সেই ১৯৮২ সাল থেকে হকি খেলছে দলটি। তবে এই প্রথম ট্রফি হাতে নেয়া।’ তিন গোল করে দলের এই জয়ে বিশাল ভূমিকা রাখেন সেন্টার ফরোয়ার্ড রাকিবুল হাসান। গত বছর তারা নৌবাহিনীর কাছেই হেরে রানার্সআপ হয়েছিল। নৌবাহিনীর টানা চারবারের শ্রেষ্ঠত্বে এবার ছেদ পড়ল।
এ সময় খেলা শেষে পুরস্কার তুলে দেন বিমানবাহিনী প্রধান ও হকি ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।

শক্তিতে এগিয়ে নৌবাহিনী। তাদের দলে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়ন, খোরশেদ, সিটুল, রোমান, সারোয়ার, মাইনুলরা। অন্য দিকে অপেক্ষাকৃত জুনিয়র খেলোয়াড় বিমানবাহিনীতে। জাতীয় দলে খেলা আছেন চার থেকে পাঁচজন। অথচ এদের নিয়েই সাত মিনিটে জোড়া গোল করে এগিয়ে যায় তারা। চার মিনিটে রাকিবুল গোল দেয়ার পর সাত মিনিটে স্কোর দ্বিগুণ করেন ওবায়দুল হোসেন জয়।

এরপর দু’দলের পাল্টাপাল্টি গোল উৎসব চলতে থাকে। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নৌবাহিনীর পক্ষে ব্যবধান কমান আশরাফুল ইসলাম। তবে ৩১ মিনিটে অনূর্ধ্ব-২১ জাতীয় দলের অধিনায়ক এম এম মেহরাব হোসেন সামিন বিমানবাহিনীর পক্ষে গোল করেন। যদিও ৪৭ মিনিটের মধ্যে স্কোর ৩-৩ নিয়ে আসে নৌবাহিনী। ৩৭ মিনিটে মাইনুল ইসলাম বল পোস্টে পাঠানোর পর ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নৌবাহিনীকে খেলায় ফেরান ফরহাদ আহমেদ সিটুল। এরপর ৫১ মিনিটে এই সিটুল প্রতিপক্ষের তাসিন আলীকে আঘাত করলে আম্পায়ার তাকে লালকার্ড দেখান।

বিমানবাহিনীর ফরোয়ার্ড রাকিবুল ৪৯ ও ৫৭ মিনিটে আরো দু’গোল করলে ৫-৩ এগিয়ে যায় তারা। তার সবগুলো গোলই ছিল ফিল্ড গোল। মনে হচ্ছিল এভাবেই জয়ের বন্দরে পৌঁছে যাবে বিমানবাহিনী। কিন্তু ৫৯ মিনিটে বিমানবাহিনীর তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ফিল্ড গোল করলে জমে যায় খেলা। শেষ দিকে তারা আরো চড়াও হয়। তবে আর সমতা আনতে না পারায় প্রথম শিরোপার স্বাদ পায় বিমানবাহিনী।

১১ গোল দিয়ে সর্বোচ্চ গোল দাতা হন নৌবাহিনীর আশরাফুল। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ।


আরো সংবাদ



premium cement
মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি : ডা: শাহাদাত হোসেন গুমের ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত : এইচআরডব্লিউ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে : প্রধান উপদেষ্টা সরকারের সাথে নির্বাচন নিয়ে কমিশনের আলোচনা কেন নয় শাওনের পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি সংস্কারে প্রয়োজন দেশপ্রেম ও সততা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে : ইসি সানাউল্লাহ বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ : ৩ দিনে ক্ষতি দেড় কোটি টাকা

সকল