০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

হকিতে প্রথম শিরোপা জয় বিমানবাহিনীর

- ছবি : নয়া দিগন্ত

বিমানবাহিনীর হকির ইতিহাসে এই প্রথম চ্যাম্পিয়ন হওয়া। সোমবার প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির ফাইনালে প্রতিদ্বন্দ্বিতার পর তারা ৫-৪ গোলে হারায় নৌবাহিনীকে।

আম্পায়ারের খেলা শেষের বাঁশি। এরপর মাঠে দেখা গেল দুই চিত্র। এক দিকে বিমানবাহিনীর খেলোয়াড়দের শিরোপা জয়ের উৎসব। অন্যদিকে নৌবাহিনীর খেলোয়াড়রা ঘিরে ধরে আম্পায়ারকে। দু’দলের খেলোয়াড়দের মধ্যে হালকা উত্তেজনা। যদিও বিমানবাহিনীর খেলোয়াড়দের বাঁধভাঙা উল্লাসের কাছে সব চাপা পড়ে যায়। তাদের এই উল্লাসের মাত্রা ছিল ভিন্ন। এই প্রথম তাদের শিরোপা জয়ের স্বাদ।

এই দলটির সাথে সংশ্লিষ্টরা জানান, ‘সেই ১৯৮২ সাল থেকে হকি খেলছে দলটি। তবে এই প্রথম ট্রফি হাতে নেয়া।’ তিন গোল করে দলের এই জয়ে বিশাল ভূমিকা রাখেন সেন্টার ফরোয়ার্ড রাকিবুল হাসান। গত বছর তারা নৌবাহিনীর কাছেই হেরে রানার্সআপ হয়েছিল। নৌবাহিনীর টানা চারবারের শ্রেষ্ঠত্বে এবার ছেদ পড়ল।
এ সময় খেলা শেষে পুরস্কার তুলে দেন বিমানবাহিনী প্রধান ও হকি ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।

শক্তিতে এগিয়ে নৌবাহিনী। তাদের দলে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়ন, খোরশেদ, সিটুল, রোমান, সারোয়ার, মাইনুলরা। অন্য দিকে অপেক্ষাকৃত জুনিয়র খেলোয়াড় বিমানবাহিনীতে। জাতীয় দলে খেলা আছেন চার থেকে পাঁচজন। অথচ এদের নিয়েই সাত মিনিটে জোড়া গোল করে এগিয়ে যায় তারা। চার মিনিটে রাকিবুল গোল দেয়ার পর সাত মিনিটে স্কোর দ্বিগুণ করেন ওবায়দুল হোসেন জয়।

এরপর দু’দলের পাল্টাপাল্টি গোল উৎসব চলতে থাকে। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নৌবাহিনীর পক্ষে ব্যবধান কমান আশরাফুল ইসলাম। তবে ৩১ মিনিটে অনূর্ধ্ব-২১ জাতীয় দলের অধিনায়ক এম এম মেহরাব হোসেন সামিন বিমানবাহিনীর পক্ষে গোল করেন। যদিও ৪৭ মিনিটের মধ্যে স্কোর ৩-৩ নিয়ে আসে নৌবাহিনী। ৩৭ মিনিটে মাইনুল ইসলাম বল পোস্টে পাঠানোর পর ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নৌবাহিনীকে খেলায় ফেরান ফরহাদ আহমেদ সিটুল। এরপর ৫১ মিনিটে এই সিটুল প্রতিপক্ষের তাসিন আলীকে আঘাত করলে আম্পায়ার তাকে লালকার্ড দেখান।

বিমানবাহিনীর ফরোয়ার্ড রাকিবুল ৪৯ ও ৫৭ মিনিটে আরো দু’গোল করলে ৫-৩ এগিয়ে যায় তারা। তার সবগুলো গোলই ছিল ফিল্ড গোল। মনে হচ্ছিল এভাবেই জয়ের বন্দরে পৌঁছে যাবে বিমানবাহিনী। কিন্তু ৫৯ মিনিটে বিমানবাহিনীর তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ফিল্ড গোল করলে জমে যায় খেলা। শেষ দিকে তারা আরো চড়াও হয়। তবে আর সমতা আনতে না পারায় প্রথম শিরোপার স্বাদ পায় বিমানবাহিনী।

১১ গোল দিয়ে সর্বোচ্চ গোল দাতা হন নৌবাহিনীর আশরাফুল। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল