০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

এরা সিনিয়র দলকেও বিশ্বকাপে নিতে পারবে : কোচ শুভ

মওদুদুর রহমান শুভ - সংগৃহীত

দফায় দফায় সুযোগ হাতছাড়া। গত বছর এই ওমানের মাটিতেই দক্ষিণ কোরিয়ার কাছে হারে স্বপ্নভঙ্গ। এবারে সেই ওমানের মাটি থেকে এলো বাংলাদেশের হকির সবচেয়ে দারুণ খবর। বিশ্বকাপ হকিতে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের স্থান নির্ধারনী ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বয়সভিত্তিক বিশ্ব হকির সর্বোচ্চ আসরে খেলার ছাড়পত্র পেল রাকিবুল হাসান রকিরা। কোচ মওদুদুর রহমান শুভর কোচিংয়ে এই অভাবনীয় সাফল্য।

আগামীবছর ডিসেম্বর ভারতে বসবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ। এই সাফল্য এবং দলের সম্ভাবনার কথা জানাচ্ছেন কোচ শুভ। সাক্ষাৎকার নিয়েছেন রফিকুল হায়দার ফরহাদ

প্রশ্ন: অনেক বার ব্যর্থতা। শেষ পর্যন্ত আপনার কোচিংয়ে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেল হকি দল। কেমন আপনার অনুভূতি?
শুভ : এখানে আমি আসলে কিছুই না। টার্ফে খেলেছে তো খেলোয়াড়রা। পুরো অবদান খেলোয়াড়দেরই। তারা আমার নির্দেশ মতো কাজ করেছে। মাঠে ডিসিপ্লিন ছিল। পরিকল্পনা গুলো বাস্তবায়ন করেছে তাতেই এই বিশাল সাফল্য।

প্রশ্ন: প্রতিবারই আমরা আশা নিয়ে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে খেলি। কিন্তু বিশ্বকাপে খেলার ছাড়পত্র মিলছিল না। এবার ঢাকা থেকে ওমান যাওয়ার আগে কি আত্মবিশ্বাস ছিল এবার কোয়ালিফাই করা যাবে?
শুভ: আমার পুরো দলেরই আত্মবিশ্বাস ছিল, পারবো। খেলোয়াড়দের কমিটমেন্ট ছিল তারা এবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবেই। এই দৃঢ়তাই লক্ষ্য পূরণ করতে সহায়তা করেছে।

প্রশ্ন: কখন বুঝলেন এবার সুসংবাদ আসছে?
শুভ: আমরা যখন প্রস্তুতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-২ গোলে হারলাম, তখনই বুঝছিলাম এবার পারব। সেই ম্যাচে দল দূর্দান্ত খেলেছিল। ওটাই ছিল টার্নিং পয়েন্ট। এরপর দেখুন পুরো আসরে আমরা চমৎকার খেলেছি। ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু। এরপর পাকিস্তানের কাছে ৬ গোলে হারলেও সে ম্যাচে প্রথম ১৫ মিনিট বাংলাদেশ দলেরই দাপট ছিল ম্যাচে। কয়েকটি পেনাল্টি কর্নার পেয়েছিলাম। এর একটি গোল হলেই ম্যাচ অন্যরকম হতে পারতো।

পাকিস্তানের বিপক্ষে ওই পারফরম্যান্সের পর খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। তাদের বিপক্ষে ৬ গোল হজমটা বড় দেখালেও সেই ম্যাচে ভালো খেলেছি আমরা। পরে আমরা মালয়েশিয়া এবং চীনের সাথে ড্র করেছি। মালয়েশিয়ার বিপক্ষে তো অল্পের জন্য জিততে পারিনি। সেই ম্যাচে জিতলে আমরা সেমিতে খেলতাম। বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেলেও সেমিতে খেলতে না পারার কষ্ট তাড়িয়ে বেড়াচ্ছে।

প্রশ্ন: এই অনূর্ধ্ব-২১ দলে সিনিয়র জাতীয় দলের খেলোয়াড় কয়জন ছিল।
শুভ: তিনজন। রকি, আমিরুল, নয়ন ও হোজাইফা।

প্রশ্ন: এই খেলোয়াড়রা বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে নিয়ে গেল। এদের ভবিষ্যত কেমন দেখছেন?
শুভ: আমি এদের সম্ভাবনা খুবই ভালো দেখছি। এদের যে কোয়ালিটি, একাগ্রতা, ডিসিপ্লিন ও স্কিল তাতে এদের সঠিক পরিচর্চা করলে এরা সিনিয়র দলকেও বিশ্বকাপে নিতে পারবে। যা আমরা ২০০১ সালে স্কটল্যান্ডের মাঠে মিস করেছি। আমিও সেই দলের সদস্য ছিলাম।

প্রশ্ন: খেলোয়াড় হিসেবে পারেননি। কিন্তু কোচ হিসেবে দলকে বিশ্বকাপে নিয়ে গেলেন। এই অনূভূতিটা কেমন?
শুভ: সত্যিই অসাধারণ। অবশ্যই ভালো লাগছে। আসলে পুরো দল একটি ইউনিট হিসেবে কাজ করেছে বলেই এই অর্জন।

প্রশ্ন: প্রস্তুতি কত দিনের ছিল। যাওয়ার আগে কয়টি প্রস্তুতি ম্যাচ খেলেছিল দল?
শুভ: বিকেএসপিতে ৫-৬টি ম্যাচ খেলেছি। আর্মি, নেভি, এয়ারফোর্স এবং বিকেএসপির বিপক্ষে। এই ম্যাচগুলো যদি শক্তিশালী বিদেশী দলের বিপক্ষে খেলতো তাহলে এবার জুনিয়র এশিয়া কাপের সেমিতেই খেলার সুযোগ হতো।

প্রশ্ন: বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। অথচ ঘরোয়া হকিই নিয়মিত নয়?
শুভ: এটা দুঃখজনক। হকির উন্নয়নের জন্য ঘরোয়া হকি নিয়মিত করতে হবে। লিগ হতে হবে প্রতিবছর। সাথে স্পন্সরদের এগিয়ে আসতে হবে। হকিতে কিন্তু তেমন টাকা নেই। লিগও নিয়মিত নয়। তাই হকিকে বাঁচালে হলে এবং আরো উন্নতির জন্য সবাইকে সক্রিয় হতে হবে। খেলোয়াড়রা টাকা না পেলে কেন তারা খেলবে?

প্রশ্ন: বিশ্বকাপের আগে এক বছর সময় পাচ্ছে বাংলাদেশ। সেখানে ভালো করার জন্য ফেডারেশনের প্রতি আপনার পরামর্শ কী?
শুভ: বিশ্বকাপে এশিয়ার দলগুলোর পাশাপাশি ইউরোপ এবং ল্যাতিন আমেরিকার দল থাকবে। সেখানে আরো শক্ত প্রতিপক্ষ। তাই বিশ্বকাপে ভালো করতে হলে শক্তিশালী দলগুলোর বিপক্ষে কমপক্ষে ২০টি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। সাথে ঘরোয়া হকিও নিয়মিত হতে হবে।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল