০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

শিশুদের মলদ্বারের যত্নে আর নয় অবহেলা

-

শিশুদের খাদ্যাভ্যাস ও ডিভাইস আসক্ত জীবন যাপনের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আমাদের দেশের বেশির ভাগ শিশু এই কোষ্ঠকাঠিন্যের ফলে মলদ্বারে বিভিন্ন রোগে ভুগে থাকে। শিশুদের মলদ্বারে বা পায়ুপথে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। যেমন-
ফিসার : কোষ্ঠকাঠিন্যের কারণে পায়ুপথের সামনে অথবা পেছনে ফেটে গিয়ে ক্ষত তৈরি হলে তাকে ফিসার বলে। বাংলায় বলে ভগন্দর। এই সমস্যায় তীব্র বা মাঝারি ব্যথা ও জ্বালাপোড়া হয়। মলত্যাগের সময় সামান্য রক্ত যায়। পায়ুপথ সরু ও লালচে হয়ে আসে।
পাইলস : বড় বাচ্চাদের , সাধারণত বয়ঃসন্ধিকালে হতে পারে এ রোগ, যার ইংরেজি নাম হেমোরয়েড। বাংলায় অর্শ। পাইলস ক্রমান্বয়ে আকারে বৃদ্ধি পেয়ে নিচে নেমে আসে। পায়ুপথকে ঘড়ির সঙ্গে তুলনা করলে ৩টা, ৭টা ও ১১টার কাঁটার জায়গায় তিনটি রক্তের শিরা কোষ্ঠকাঠিন্যের কারণে চাপ খেয়ে ফুলে ক্রমে নিচের দিকে নামতে থাকে। এর পাঁচটি পর্যায় আছে। পাইলস ব্যথাহীন হলেও প্রচুর রক্তপাত হতে পারে। ছোট শিশুদের এমন রোগ হয় না বললেই চলে।
ফোড়া বা এবসেস : পায়ুপথের ভেতরে ও বাইরে ছোট-বড় নানা ধরনের ফোড়া হতে পারে।শিশুদের অপুষ্টি ও রক্তশূন্যতা এর অন্যতম কারণ। অস্ত্রোপচার না করলে এই সমস্যায় আক্রান্ত শিশুর পরে ফিস্টুলা হওয়ার ঝুঁকি খুব বেশি।
ফিস্টুলা : ফিস্টুলা হলো একটি ঘা, যার একটি মুখ পায়ুপথের বাইরে, অপরটি ভেতরে থাকে। ফোড়া হওয়ার কারণে এটি হয়।
প্রোলাপস : পায়ুপথ দিয়ে অনেক সময় বৃহদন্ত্রের কোনো অংশ আংশিক বা পুরোপুরি বেরিয়ে আসতে পারে। একে প্রোলাপস বলে।
হেমাটোমা : কোষ্ঠকাঠিন্যের কারণে পায়ুপথের রক্তনালি ফেটে রক্ত জমাট বাঁধতে পারে। কখনো কখনো প্রচণ্ড ব্যথা হতে পারে।
পলিপ : শিশুদের বারবার পায়খানার সাথে তাজা রক্ত যাওয়া এবং ওষুধে নিরাময় না হওয়া।এমন হলে অবশ্যই পায়খানার রাস্তা পরীক্ষা করে দেখতে হবে। যদি পলিপ থাকে তাহলে অবশ্যই অপারেশন লাগবে।
লেখক : এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমএস (পেডিয়াট্রিক সার্জারি), সিসিডি (বারডেম), সিএমইউ (ঢাকা), নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, আলোক হেলথ কেয়ার লি. মিরপুর-১


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল