১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

শিশুদের মলদ্বারের যত্নে আর নয় অবহেলা

-

শিশুদের খাদ্যাভ্যাস ও ডিভাইস আসক্ত জীবন যাপনের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আমাদের দেশের বেশির ভাগ শিশু এই কোষ্ঠকাঠিন্যের ফলে মলদ্বারে বিভিন্ন রোগে ভুগে থাকে। শিশুদের মলদ্বারে বা পায়ুপথে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। যেমন-
ফিসার : কোষ্ঠকাঠিন্যের কারণে পায়ুপথের সামনে অথবা পেছনে ফেটে গিয়ে ক্ষত তৈরি হলে তাকে ফিসার বলে। বাংলায় বলে ভগন্দর। এই সমস্যায় তীব্র বা মাঝারি ব্যথা ও জ্বালাপোড়া হয়। মলত্যাগের সময় সামান্য রক্ত যায়। পায়ুপথ সরু ও লালচে হয়ে আসে।
পাইলস : বড় বাচ্চাদের , সাধারণত বয়ঃসন্ধিকালে হতে পারে এ রোগ, যার ইংরেজি নাম হেমোরয়েড। বাংলায় অর্শ। পাইলস ক্রমান্বয়ে আকারে বৃদ্ধি পেয়ে নিচে নেমে আসে। পায়ুপথকে ঘড়ির সঙ্গে তুলনা করলে ৩টা, ৭টা ও ১১টার কাঁটার জায়গায় তিনটি রক্তের শিরা কোষ্ঠকাঠিন্যের কারণে চাপ খেয়ে ফুলে ক্রমে নিচের দিকে নামতে থাকে। এর পাঁচটি পর্যায় আছে। পাইলস ব্যথাহীন হলেও প্রচুর রক্তপাত হতে পারে। ছোট শিশুদের এমন রোগ হয় না বললেই চলে।
ফোড়া বা এবসেস : পায়ুপথের ভেতরে ও বাইরে ছোট-বড় নানা ধরনের ফোড়া হতে পারে।শিশুদের অপুষ্টি ও রক্তশূন্যতা এর অন্যতম কারণ। অস্ত্রোপচার না করলে এই সমস্যায় আক্রান্ত শিশুর পরে ফিস্টুলা হওয়ার ঝুঁকি খুব বেশি।
ফিস্টুলা : ফিস্টুলা হলো একটি ঘা, যার একটি মুখ পায়ুপথের বাইরে, অপরটি ভেতরে থাকে। ফোড়া হওয়ার কারণে এটি হয়।
প্রোলাপস : পায়ুপথ দিয়ে অনেক সময় বৃহদন্ত্রের কোনো অংশ আংশিক বা পুরোপুরি বেরিয়ে আসতে পারে। একে প্রোলাপস বলে।
হেমাটোমা : কোষ্ঠকাঠিন্যের কারণে পায়ুপথের রক্তনালি ফেটে রক্ত জমাট বাঁধতে পারে। কখনো কখনো প্রচণ্ড ব্যথা হতে পারে।
পলিপ : শিশুদের বারবার পায়খানার সাথে তাজা রক্ত যাওয়া এবং ওষুধে নিরাময় না হওয়া।এমন হলে অবশ্যই পায়খানার রাস্তা পরীক্ষা করে দেখতে হবে। যদি পলিপ থাকে তাহলে অবশ্যই অপারেশন লাগবে।
লেখক : এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমএস (পেডিয়াট্রিক সার্জারি), সিসিডি (বারডেম), সিএমইউ (ঢাকা), নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, আলোক হেলথ কেয়ার লি. মিরপুর-১


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে অপরাধকে প্রশ্রয় দেয়া : ভারতকে রিজভী রিপাবলিকান-সমর্থিত নির্বাচনী বিধি বাতিলের রায় জর্জিয়ার বিচারকের ইইউ বৈঠকে জয়ের পরিকল্পনা পেশ জেলেনস্কির বাংলাদেশের জন্য ভারতের ভিসা জটিলতার সমাধান কবে হবে ২০২৫ সালের মধ্যে আগামী নির্বাচন সম্ভব হতে পারে : আসিফ নজরুল গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় কাতার-যুক্তরাষ্ট্রের আলোচনা প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্যে সরাসরি আগাম ভোটদান শুরু হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে যা জানা যাচ্ছে তীব্র ক্ষুধার সম্মুখীন গাজায় ১৮ লাখ বাসিন্দা ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু হামাস আর গাজা শাসন করবে না : দাবি নেতানিয়াহু

সকল