১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

মাম্পস হলে করণীয়

-

বর্তমানে আমাদের দেশে শিশু ও এডোলেসেন্টদের মধ্যে মাম্পস ভয়াবহ অবস্থা ধারন করেছে। প্রতিদিন রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

মাম্পস কি?
মানবদেহের উভয় কানের নিচে, চোয়ালের পেছনে দুটি লালাগ্রন্থির নাম প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থির মাম্পস ভাইরাস আক্রান্তজনিত প্রদাহকে বলা হয় ‘মাম্পস’। হাঁচি-কাশির মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। এর ফলে জ্বর, মাথাব্যথার সঙ্গে গলা ও কানের নিচে দুই পাশে লালাগ্রন্থি ফুলে যায়, খাবার গিলতে ব্যথা হতে পারে মাম্পস হল একটা সংক্রামক ভাইরাল সংক্রমণ যা শিশুদের মধ্যে সাধারণ। এটি হল একটি অবস্থা যাতে মুখের একপাশে কানের নীচে উপস্থিত স্যালিভারি গ্রন্থি আক্রান্ত হয় এবং বেদনাদায়ক ফোলা সৃষ্টি হয়।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?
মাম্পস ভাইরাসের সংক্রমণের ১৪ থেকে ২৫ দিনের পরে উপসর্গগুলির বৃদ্ধি হয়। যেমন- ফোলা, সংবেদনশীল চোয়াল; মাথাব্যথা; মাংসপেশীতে ব্যথা; গাঁটে ব্যথা; চোয়াল ফুলে যাওয়া; শুকনো মুখ; খিদে কমে যাওয়া; জ্বর; দুর্বলতা; টেস্টিকুলারে ব্যথা; দ্বিধা; বিরক্তিভাব।

এর প্রধান কারণগুলো কি কি?
প্যারামাইক্সোভাইরাস ফ্যামিলির ভাইরাসের কারণেই মাম্পস হয়। এই ভাইরাস নাক বা মুখের মাধ্যমে বায়ুর দ্বারা প্রবেশ করে। এইভাবেই, এটা বায়ুর মাধ্যমে ছড়ায়। সংক্রামিত ব্যক্তির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে হাঁচি এবং কাশির সময় তাদের মুখ এবং নাক ঢেকে রাখা যাতে অন্য ব্যক্তির মধ্যে এই রোগ ছড়িয়ে না পড়ে।
এটি কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?
সনাক্তকরণ : অতীতে মাম্পসের টিকা নেওয়া হয়েছে কিনা তা দেখা; গলা এবং কানের শারীরিক পরীক্ষা করা; ভাইরাস এবং ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি নির্ণয়ের জন্য রক্তপরীক্ষা করা; ভাইরাস নির্ণয়ের জন্য মুখের/বুক্কাল সোয়াব পরীক্ষা করা; প্রস্রাব পরীক্ষা করা।

চিকিৎসা
এটা ভাইরাসের দ্বারা সৃষ্টি হওয়ায় অ্যান্টিবায়োটিকস কোনো কাজ করে না। যতক্ষণ শরীরের প্রতিরোধ ক্ষমতা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে ততক্ষণ চিকিৎসাটি উপশমক উপসর্গগুলির উপর মনোযোগ দেয়।
অস্বস্তিতে আরাম দিতে স্তরগুলি অনুসরণ করুন- সংক্রমণের ছড়ানো প্রতিরোধ করতে অন্যদের থেকে আলাদা থাকা; জ্বরের জন্য প্যারাসিটামল; ফোলার জন্য ইবুপ্রোফেন; ফোলার জন্য গরম অথবা ঠান্ডা সেঁক; সেইসব খাবার এড়িয়ে চলুন যেগুলি চিবানোর প্রয়োজন; নরম খাবার খেলে ভাল হয়; প্রচুর পরিমাণে তরল গ্রহণ করুন।

প্রতিরোধ
মেসেলস, মাম্পস, রুবেল্লার (এমএমআর) টীকার পরামর্শ দেওয়া হয়। সিডিসির পরামর্শ অনুসারে, সমস্ত শিশুকে দুই ডোস এমএমআর টীকা লাগানো উচিত, প্রথমটা ১৫ মাস বয়সে এবং দ্বিতীয়টা ৪-৬ বছর বয়সে। মার থেকে শিশুর শরীরে আসা অ্যান্টিবডিস থেকে বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য এটা জন্মের পরে ২৮ দিনে দেওয়া হয়।

লেখক : সহকারী অধ্যাপক, শিশু পালমনোলজী বিভাগ, বাংলাদেশ শিশু হাস্পাতাল ও ইনস্টিটিউট (সাবেক ঢাকা শিশু হাস্পাতাল), শেরে বাংলা নগর। ফোন : ০১৭১১১২৩৩৭৭


আরো সংবাদ



premium cement
যেভাবে শহিদ হন ইয়াহিয়া সিনওয়ার অন্তর্বর্তী সরকারে যোগ হতে পারে নতুন মুখ! শুক্রবার ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ছাত্র অসন্তোষের জেরে পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাশিয়াকে সমর্থন প্রশ্নে বেইজিংকে ‘চ্যালেঞ্জ’ করতে চীনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে অপরাধকে প্রশ্রয় দেয়া : ভারতকে রিজভী রিপাবলিকান-সমর্থিত নির্বাচনী বিধি বাতিলের রায় জর্জিয়ার বিচারকের ইইউ বৈঠকে জয়ের পরিকল্পনা পেশ জেলেনস্কির বাংলাদেশের জন্য ভারতের ভিসা জটিলতার সমাধান কবে হবে ২০২৫ সালের মধ্যে আগামী নির্বাচন সম্ভব হতে পারে : আসিফ নজরুল গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় কাতার-যুক্তরাষ্ট্রের আলোচনা

সকল