শিশুদের পা লক্ষ্য রাখুন, নতুন উপসর্গ করোনার!
- ২৫ এপ্রিল ২০২০, ০৭:০৩, আপডেট: ২৫ এপ্রিল ২০২০, ০৭:৪৫
প্রথমে এই রকমের পায়ে ফোসকা -দাগ দেখা গিয়েছিল ইতালিতে ৷ ইতালির ত্বক বিশেষজ্ঞ জানিয়েছেন, কোভিড ১৯ আক্রান্ত শিশুদের মধ্যে এই লক্ষণ দেখা গিয়েছিল৷ চিকিৎসকদের নিজের ভাষায় এই বিষয়টাকে বলা হয় কোভি়ড টোজ ৷
ইতালির ত্বক বিশেষজ্ঞদের দেখানো এই পথ ধরেই ইউরোপ ও আমেরিকা এটাকেই করোনা ভাইরাসের নতুন লক্ষণ হিসেবে চিহ্নিত হয়েছে ৷ খুদে কিম্বা কিশোরদের ক্ষেত্রে এই লক্ষণ দেখাচ্ছে মারণ করোনাভাইরাস৷ এরকম ফোসকা পড়া পা রঙ বদলে যাওয়ার লক্ষণও দেখা গেছে ৷
মেরুদেশীয় বা অতিশীতল এলাকায় যেভাবে পায়ে বরফের প্রভাবে র্যাশ বের হয় এখানেও ওই ধরণের উপসর্গই দেখা যাচ্ছে ৷ এক্ষেত্রে রক্তবাহিকা ধমনী তে জ্বালা শুরু হয় তারপর হয় স্প্যাজম ৷
এটাকেই সহজ ভাষায় চিকিৎসকরা বলেছেন কোভিড টোজ ৷ ইতালিতে যে এলাকাগুলো করোনা বিধ্বস্ত সেখানে বহু রোগীর ক্ষেত্রে এই লক্ষণ দেখা গিয়েছিল৷
এদিকে মার্কিন মুলুকেও এই সিম্পটম দেখা যেতে শুরু করেছে ৷ মূলত বস্টনেই এখন এই বিষয়টি পাওয়া গেছে ৷ এদিকে ইতালিতে যে শিশুদের মধ্যে এই বিষয় দেখা গেছে তাদের মধ্যে কোভিডের চেনা বাকি কোনো লক্ষণ দেখা যায়নি ৷
করোনাভাইরাস অতিমারির আকার নিয়েছে তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই রোগি অ্যাসিম্পটমেটিক হয়েছে। প্রকৃত কোভিড ১৯ আক্রান্ত রোগীদের চিহ্নিতকরণের ক্ষেত্রেই সমস্যা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা ৷ এদিকে অ্যাসিম্পটমেটিক রোগিদের ক্ষেত্রে এবার আর একটা নয়া লক্ষণ গোলাপি চোখ ৷ করোনার চেনা সংক্রমণের লক্ষণ গুলি হল জ্বর, সর্দি, কাশি নিঃশ্বাসের কষ্ট ৷
মানুষের কাছে এখনো মূলত অজানা শত্রু এই রোগ ৷ জ্বর যেকোনো রোগেরই লক্ষণ ৷ একাধিক রোগের বহিঃপ্রকাশ হয় এই জ্বর দিয়েই ৷ এবারো করোনার ক্ষেত্রে জ্বর হলে মানুষ সহজ ভাবে বুঝতে পারবে তার শরীরে কোনো ধরণের অস্বস্তি হচ্ছে ৷
সূত্র : নিউজ ১৮
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা