২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

সোরিয়াসিসের চিকিৎসা

-

সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি ও সাধারণ চর্মরোগ। তবে মাথা, জিহবা, ঘাড়, হাতের কনুই, পিঠ, আঙুল, তালু, নখ, পায়ের তালু, হাঁটু, হাত ও পায়ের সন্ধিস্থলে এটি বেশি দেখতে পাওয়া যায়। এতে মলিন রুপালি আঁশযুক্ত ছোপ দেখা যায়, যা উঠে যাওয়ার পর লালচে আভা বা সামান্য রক্তক্ষরণ হতে পারে।
এটা কি ছোঁয়াচে রোগ?
সাধারণত সোরিয়াসিসের রোগী দেখলে অন্যরা ভয় পেয়ে যায়। আমরা অনেকেই ছোঁয়াচে রোগ বলে থাকি। তবে এটি কোনো ছোঁয়াচে বা সংক্রামক চর্মরোগ নয়। এটি বড় শরীরিক কোনো সমস্যাও সৃষ্টি করে না।
কারণ : এ রোগের মূল কারণ এখনো জানা যায়নি। সোরিয়াসিস হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে বলে একে মাল্টি ফ্যাক্টরিয়াল বলা যেতে পারে। নি¤েœ বিভিন্ন কারণ আলোচনা করা হলো :
* বংশের কারো থাকলে অন্যদেরও রোগ হওয়ার সম্ভাবনা আছে।
* ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি সংক্রমণের কারণেও সোরিয়াসিস হতে পারে।
* অতিরিক্ত মদপান, ধূমপানের কারণে এ রোগ হতে পারে। * অতিরিক্ত ওজন বাড়লে, কোলস্টেরল বাড়লে এ রোগ হতে পারে। * গোশত, বিশেষ করে খাসি ও গরুর গোশত অধিক খেলে এ রোগ হতে পারে।
* অতিরিক্ত মানসিক চাপেও সোরিয়াসিস হতে পারে। * ভিটামিন ডি, সানবার্ন, আঘাত, কাটা, ক্ষত, ত্বকের সংক্রমণের ফলে এ রোগ হতে পারে।
* কিছু কিছু ওষুধ, বিশেষ করে উচ্চ রক্তচাপের, ব্যথার, মানসিক রোগের বিভিন্ন ওষুধে পাশর্^ প্রতিক্রিয়ায় এ রোগ হতে পারে।
কারা আক্রান্ত হতে পারে?
সোরিয়াসিস যেকোনো বয়সে হতে পারে তবে ১৫-৪৫ বছরের মধ্যে এ রোগ বেশি দেখা দেয়।
প্রকার বা ধরন : সোরিয়াসিস মারাত্মক রোগ নয়। তবে এটি জটিল আকার ধারণ করতে পারে, যার তীব্রতা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন : * পেক সোরিয়াসিস : সোরিয়াসিস আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশ রোগী এ ধরনের রোগে ভুুগতে থাকে। এটি প্রথমে লালচে আকার ধারণ করে, পরে সাদা রঙের আঁশ ওঠে। * গাট্রে ট সোরিয়াসিস : এ ধরনের রোগ শিশু ও যুবকদের হয়ে থাকে। এটি প্রথমে লালচে ছোট ছোট দাগ শুরু হয়ে, পরে সাদা আবরণ ওঠে। * ইনভার্স সোরিয়াসিস : এটি সাধারণত অধিক মোটা লোকদের যাদের মোটা চামড়ায় ভাঁজ পড়ে তাদের হয়ে থাকে। এটি প্রথমে লালচে রঙের হয় তবে কোনো আবরণ থাকে না।
* পাস্টুলার সোরিয়াসিস : এটি হলে ত্বক লালচে আকার ধারণ করে, পরে নির্দিষ্ট স্থান হতে সাদা পুঁজ সৃষ্টি হতে পারে। আক্রান্ত স্থান শুকিয়ে সাদা আঁশ ওঠে।
* ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস : এটিও লালচে রঙের, যা দেহের সব স্থানকেই আক্রান্ত করতে পারে। আক্রান্ত শরীরে প্রচণ্ড চুলকানি হয় এবং আঁশ ওঠে।
* সোরিয়াটিক আর্থ্রাইটিস : এটি শরীরের বিভিন্ন সন্ধিস্থলে বা জয়েন্টে আক্রান্ত হয়।
লক্ষণ : বেশির ভাগ ক্ষেত্রে ত্বকে সাদা আঁশযুক্ত প্রদাহ বা অনেক ছোপ ছোপ দাগ দেখা যায়, কখনো কখনো সারা শরীরে, নখ, মাথা, হাঁটু, কনুই, হাত-পায়ের তলা, পিঠ প্রভৃতি স্থানে সাদা আঁশ উঠতে থাকে। মাথার তালু হতে খুশকির মতো আঁশ ওঠে। জটিল সোরিয়াসিসের মধ্যে গিটে ব্যথা হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে শরীরের বিভিন্ন স্থানে পুঁজ আকৃতির সোরিয়াসিস দেখা দিতে পারে।
পরীক্ষা : স্কিন বায়োপসি করে এ রোগ নির্ণয় করা যায়।
চিকিৎসা : এ রোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণযোগ্য। নিয়মিত সঠিক চিকিৎসা নিলে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণভিত্তিক, তাই সুনির্দিষ্ট লক্ষণগুলো দেখে চিকিৎসক ওষুধ দেন। হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করলে রোগটি নিয়ন্ত্রণে রাখা যায়।
সোরিয়াসিস রোগীর খাদ্যাভ্যাস : অনেকে সোরিয়াসিসকে এলার্জি মনে করেন, সেজন্য রোগীকে বেগুন, চিংড়ি, মিষ্টিকুমড়া, পুঁটি, বোয়াল ইত্যাদি এলার্জিযুক্ত খাবার বন্ধ করে দেন। এ ধারণা ঠিক নয়। তবে গরু ও খাসির গোশত খেলে রোগের তীব্রতা বাড়ে। মুরগির গোশত খাওয়া যেতে পারে। টক ফল ছাড়া প্রচুর শাকসবজি ও ফল খেতে হবে। প্রচুর পানি পান করতে হবে। * গোছলের সময় আক্রান্ত স্থানে ঘষামাজা না করে বরং হালকাভাবে পরিষ্কার করতে হবে। নিয়মিত গোসল করতে হবে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পোশাক পরিধান করতে হবে।
* মাত্রাতিরিক্ত সূর্যালোক থেকে সাবধানে থাকতে হবে।
* দুশ্চিন্তা, রাগ, মানসিক চাপ কমাতে হবে। সদা প্রফুল্ল থাকতে হবে।
* স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। অতিরিক্ত ফ্যাট চর্বিযুক্ত, উত্তেজক খাদ্য গ্রহণ হতে বিরত থাকতে হবে।
* মদপান, ধূমপান বর্জন করতে হবে।
* ক্ষারীয় সাবান বর্জন করতে হবে।
* প্রতিদিন ব্যায়াম ও ভোরে হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে।

লেখক : হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ, রেনেসাঁ হোমিও মেডিকেয়ার, ৮৯, সিটি করপোরেশন মার্কেট, নিমতলী, চাঁনখারপুল, ঢাকা।
ফোন : ০১৭১৭৪৬১৪৫০


আরো সংবাদ



premium cement
নেতাদের ফাঁসির সাথে যুক্ত অপরাধীদের বিচারের দাবি কুড়িগ্রাম জামায়াতের আওয়ামী লীগ এই ভুখণ্ডে হত্যার রাজনীতি চালু করেছিল : আহসান উল্লাহ ৪৩তম বিসিএস উত্তীর্ণদের যোগদানের তারিখ পেছালো বোয়ালমারীতে ভাতিজার হাতুড়ির আঘাতে চাচি নিহত দাগনভূঞায় নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি টিকতে পারবে না : আলমগীর মহিউদ্দিন জামায়াত সরকার গঠন করলে ৫৩ বছরের ইতিহাসের শ্রেষ্ঠ হবে: আবু তালেব মন্ডল নিয়োগ জালিয়াতি : তুহিন ওয়াদুদসহ ৩ শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠন হঠাৎ বাংলাদেশ দলে পরিবর্তন, নতুন মুখ মাহিদুল ‘লগি-বৈঠার হত্যাযজ্ঞ ছিল ইতিহাসের জঘন্যতম আওয়ামী বর্বরতা’ ২৮ অক্টোবরের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে : জয়পুরহাট জামায়াত

সকল