২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফুসফুস ক্যান্সার সচেতনতাই মূল হাতিয়ার

ফুসফুস ক্যান্সার সচেতনতাই মূল হাতিয়ার -

নভেম্বর মাস ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস। বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্তের হার বিবেচনায় ফুসফুস ক্যান্সারের অবস্থান প্রথম সারিতে। আবার ক্যান্সারজনিত মৃত্যুর প্রধানতম কারণও ফুসফুস ক্যান্সার। অথচ বিগত শতাব্দীর শুরুর দিকে ফুসফুস ক্যান্সার ছিল একটি বিরলতম রোগ। পরবর্তীতে সিগারেটের সহজলভ্যতা ও জনপ্রিয়তার ফলে এবং পরিবেশ দূষণ ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় ফুসফুস ক্যান্সার রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে থাকে।
কারণ
ফুসফুস ক্যান্সারের প্রধানতম কারণ ধূমপান। যারা ধূমপায়ীর কাছাকাছি থেকে পরোক্ষভাবে ধূমপান করেন তারাও ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছেন। অনেকের ধারণা ভেইপ বা ই-সিগারেট নিরাপদ। তবে গবেষণা বলছে এগুলোর মধ্যেও ফরমাল্ডিহাইড ও অ্যাক্রোলিনের মতো ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান রয়েছে।
এ ছাড়া খনি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ঢালাই শ্রমিক, জাহাজ ভাঙা শিল্পের শ্রমিকসহ বায়ুদূষণ হয় এমন পরিবেশে যারা দীর্ঘক্ষণ থাকেন তাদের ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
লক্ষণ
দীর্ঘমেয়াদি কাশি যা চিকিৎসায় ভালো হচ্ছে না, কাশির সাথে রক্ত যাওয়া, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টকে ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয়। এর পাশাপাশি সব ক্যান্সারের ন্যায় এই ক্যান্সারেও রক্তস্বল্পতা, ওজনহ্রাস ও অরুচির মতো উপসর্গ থাকে।
রোগটি মস্তিষ্কে ছড়িয়ে পড়লে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, খিঁচুনি ও রোগী অসংলগ্ন কথাবার্তা বলতে পারেন। ক্যান্সার কোষ হাড়ে বাসা বাঁধলে রোগী প্রচণ্ড ব্যথার কথা বলতে পারে। অনেক ক্ষেত্রে হাড় ভেঙেও যেতে পারে। রোগটি যকৃতে (লিভার) ছড়িয়ে পড়লে ক্ষুধামন্দা, বমিভাব, পেট ব্যথা এবং ত্বক ও চোখ হলুদাভ (জন্ডিস) হতে পারে।
রোগ নির্ণয়
এই উপসর্গগুলো নিয়ে কোনো রোগী আসলে শুরুতেই বুকের একটি এক্স-রে করা হয়। সেখানে টিউমারের উপস্থিতি থাকলে সিটি স্ক্যান করে তার আকার, অবস্থান ও বিস্তার সম্পর্কে একটি সম্যক ধারণা নেয়া হয়। পরবর্তীতে একটি সুঁই দিয়ে টিউমার থেকে অল্প মাংস এনে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয়। এই প্রক্রিয়াকে বায়োপসি এবং হিস্টোপ্যাথলজি বলে। প্রযোজ্য ক্ষেত্রে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নামক পরীক্ষাও করা হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে ফুসফুস ক্যান্সার আছে কি না তা নিশ্চিত হওয়া যায় এবং একই সঙ্গে এটি কী ধরনের ফুসফুস ক্যান্সার সেটাও জানা যায়। একেক ধরনের ফুসফুস ক্যান্সারের জন্য চিকিৎসা পদ্ধতি একেক রকম।
ক্যান্সারটি কোন স্টেজ বা পর্যায়ে আছে তা জানার জন্য পেট-সিটি স্ক্যান, মস্তিষ্কের এমআরআই করা হয়। আমাদের দেশে পেট-সিটি স্ক্যানের জন্য দেরি হলে আমরা সিটি স্ক্যানের মাধ্যমেই স্টেজ সম্পর্কে ধারণা নেয়ার চেষ্টা করি।
এ ছাড়া চিকিৎসা শুরুর আগে কিডনি, লিভার, হার্ট, লাং (ফুসফুস) ভালো আছে কি না তা রক্ত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেয়া হয়।
চিকিৎসা : ফুসফুস ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলোকে মোটা দাগে পাঁচ ভাগে ভাগ করা যায় -
১. সার্জারি
২. রেডিওথেরাপি
৩. কেমোথেরাপি
৪. টার্গেটেড থেরাপি এবং ইমুউনোথেরাপি
৫. প্যালিয়েটিভ কেয়ার
ক্যান্সারটি কোন স্টেজে আছে এবং চিকিৎসা গ্রহণে রোগীর শারীরিক সক্ষমতা কেমন তার উপর ভিত্তি করে কী কী চিকিৎসা লাগবে এবং তার ক্রম কেমন হবে তা নির্ধারণ করা হয়। বেশির ভাগ রোগীকে একাধিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হয়। তবে ইতিবাচক দিক হলো ফুসফুস ক্যান্সার নির্ণয় এবং এর সকল চিকিৎসা পদ্ধতি বাংলাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বিদ্যমান এবং সহজলভ্য।
ফুসফুস ক্যান্সারের চিকিৎসা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। চিকিৎসা শেষ হওয়ার পর ক্যান্সার আবার ফিরে আসতে পারে তাই রোগীকে নিয়মমাফিক ফলোআপে থাকতে হয় যেন ক্যান্সার ফিরে আসার সঙ্গে সঙ্গেই তা শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায়।
ফুসফুস ক্যান্সারের প্রকোপ কমাতে ধূমপান এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সবাই মিলে সুস্থ থাকুন।
লেখক : ক্যান্সার বিশেষজ্ঞ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল