স্মাইল এইড - জেসিআইয়ের ফ্রি ডেন্টাল ক্যাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ অক্টোবর ২০২৪, ২০:১২
সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের দন্ত চিকিৎসা সুনিশ্চিত করতে ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) আয়োজন করা হয়েছে একটি ফ্রি ডেন্টাল ক্যাম্প স্মাইল এইড-ওরাল কেয়ার ইনিশিয়েটিভ।
ঢাকার লালবাগে জেসিআই বাংলাদেশের তিনটি লোকাল অর্গানাইজেশন জেসিআই ঢাকা এইস, জেসিআই ঢাকা ইম্পেক্ট, জেসিআই ঢাকা প্রিমিয়ার ও হিউমেনিটি সার্ভিসেস বাংলাদেশের উদ্যোগে এক হাজার জনের জন্য এই ফ্রি ক্যাম্পটার আয়োজন করা হয় ।
সকাল ৮টা থেকে শুরু হয়ে এই দিনব্যাপী সেবামূলক কার্যক্রমটা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ৭০ জন ডেন্টিস্টদের সহযোগিতায় সকাল থেকে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সকল নারী পুরুষ অংশগ্রহণ করে তাদের দাঁতের চিকিৎসা গ্রহণ করেন। ডেন্টাল চেক আপ থেকে শুরু করে, দাঁত এক্সট্রাকশন, ফিলিং, স্কেলিং ও মেডিসিন সবই প্রদান করা হয় বিনামূল্যে।
অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা