২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

থাইরয়েডের রোগবালাই

থাইরয়েডের রোগবালাই -

হরমোন নিঃসরণকারী গ্রন্থির মধ্যে থাইরয়েড একটি অতি গুরুত্বপূর্ণ গ্রন্থি। এটি গলার সম্মুখভাগে ত্বক ও মাংসের গভীরে অবস্থান করলেও এ গ্রন্থিটির আকার বড় হলে গলগণ্ড নামক রোগ হয়, যাকে স্থানীয় ভাষায় ঘ্যাগও বলা হয়ে থাকে। এই গ্রন্থি নিঃসৃত হরমোন শরীরের সব বিপাক প্রক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে বিধায় চিকিৎসাবিজ্ঞানে এর গুরুত্ব অপরিসীম। থাইরয়েডজনিত রোগীর সংখ্যাও অনেক। চিকিৎসাবিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের দেশেও থাইরয়েডের রোগ নির্ণয় ও চিকিৎসায় ক্রমাগত উন্নতি হচ্ছে।
একবিংশ শতাব্দীর প্রারম্ভে আয়োডিনের ঘাটতিজনিত থাইরয়েডের রোগের চেয়ে অন্যান্য থাইরয়েড রোগের হারই বেশি। এদের মাঝে হাইপোথাইরয়েডিসম, থাইরটক্সিকসিস ও থাইরয়েডের ক্যান্সারজনিত রোগসমূহই প্রধান। উল্লেখ্য যে, থাইরটক্সিকসিস জাতীয় রোগ হলে হরমোনের আধিক্যে রোগীর চঞ্চলতা বৃদ্ধি পায়, হাত পা কাঁপে, বুক ধড়ফড় করে, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যায়, শরীর ঘামে ও ক্ষেত্রবিশেষে মানসিক সমস্যাসহ নানাবিধ জটিলতা দেখা দেয়। হাইপোথাইরয়েডিসমে প্রায় উল্টো রকম সমস্যা দেখা যায়। হরমোনের মাত্রা কমে যাবার কারণে রোগী অবসাদগ্রস্ত হয়ে পড়ে, ওজন বেড়ে যাবার সম্ভাবনা থাকে, শরীর ব্যথা করে, মাসিক অনিয়মিত হয়, সন্তান ধারণক্ষমতা কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, চুল পড়ে যেতে থাকে এবং নানাবিধ মানসিক উপসর্গও দেখা দেয়।
আজকাল ল্যাবরেটরি মেডিসিন, রেডিওলজি ও নিউক্লিয়ার মেডিসিনের উন্নতির ফলে আমাদের দেশেও থাইরয়েড রোগ বেশ আগেই শনাক্ত করা যায়। রোগের উপসর্গ দেখা দেবার আগেই শতকরা প্রায় ১০ ভাগ লোকের রক্ত পরীক্ষায় থাইরয়েড হরমোনের মাত্রায় তারতম্য পাওয়া যায়, যা এতকাল কারো জানার সুযোগ ছিল না। এসব রোগীকে সাব-ক্লিনিক্যাল বা সুপ্ত থাইরয়েডজনিত রোগ বলা যেতে পারে। এসব রোগীকেও চিকিৎসাসেবার আওতায় রাখা প্রয়োজন, যদিও অধিকাংশেরই কোনো ওষুধের প্রয়োজন হয় না। এসব সুপ্ত রোগী ও পরিপূর্ণ উপসর্গসহ থাইরয়েডের রোগী মিলিয়ে অনুমান করা যায় যে, শতকরা দশ থেকে বিশ ভাগ লোকের কোনো না কোনো থাইরয়েডের রোগ আছে। এদের মধ্যে বেশ কিছু রোগী থাইরয়েডাইটিস ও থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত ।
থাইরয়েড চিকিৎসায় ব্যাপক উন্নতির ফলে আজকাল আগের মতো অতিমাত্রার হাইপো বা হাইপারথাইরয়েড রোগী কম দেখা যায়। অন্য কোনো রোগ চিকিৎসার জন্য পরীক্ষা করার সময় অনেকের থাইরয়েডজনিত রোগ প্রথমবারের মতো শনাক্ত হতে দেখা যায়। চিকিৎসা আপাতদৃষ্টিতে সহজ মনে হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেক রোগী চিকিৎসা চালিয়ে যান । ফলে কখনো কখনো মারাত্মক জটিলতা দেখা দেয়।
থাইরয়েড হরমোন পরীক্ষা আগের তুলনায় বেশি সহজপ্রাপ্য হবার কারণে অনেকেই টেস্টগুলো কারণে অকারণে করে থাকেন এবং অনেকেই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই শুধু টেস্টের সামান্য তারতম্য দেখেই প্রয়োজনে অপ্রয়োজনে থাইরয়েডের ওষুধ দিনের পর দিন সেবন করে যাচ্ছেন। এটা অপ্রত্যাশিত এবং রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। এর ফলে রোগীরা হার্টের অসুখ ও অস্টিওপরোসিস নামক অস্থি রোগের ঝুঁকি বাড়াচ্ছেন। যথাযথ চিকিৎসার অভাবে থাইরটক্সিক ক্রাইসিস নামক জটিলতায় আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি প্রায় শতভাগ। থাইরয়েড রোগের চিকিৎসায় প্রভূত উন্নতি হওয়া সত্ত্বেও অজ্ঞতা ও অবহেলার কারণে প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে আরও যতœবান হতে হবে ।
বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল চিকিৎসকদের কে কোন রোগের বিশেষজ্ঞ তা সার্টিফিকেট যাচাই করে নির্ধারণ করেন যা সাধারণ জনগণ ভালোভাবে অবহিত নন। এই সুযোগেই অপচিকিৎসার ক্ষেত্র সৃষ্টি হয় যা থাইরয়েডের রোগের বেলায়ও দেখা যায়। কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কারো চিকিৎসার মতো স্পর্শকাতর বিষয়ে প্র্যাকটিস করা বন্ধ হওয়া প্রয়োজন।
লেখক : বিভাগীয় প্রধান (অব:), ঢাকা মেডিক্যাল কলেজ


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ট্রাকচাপায় এক শিশু নিহত ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সকলের সামাজিক দায়িত্ব : উপদেষ্টা ৪টি সংস্কার করলেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে : মোস্তাফিজার রহমান গৌরনদীর সাবেক মেয়রকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় পাকিস্তান ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪ বক্তৃতায় খালেদা জিয়াকে স্বাগত ও ধন্যবাদ জানালেন ড. ইউনূস আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা আ’লীগের সাবেক এমপি শাহজাহান ওমর কারাগারে

সকল