১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

শিরোপা ধরে রাখার মিশনে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ

আগের আসরে শিরোপা জেতা টাইগ্রেসদের উল্লাস - ফাইল ছবি

বাংলাদেশ নারী সাফ ফুটবলের শিরোপা জিতেছিল ২০২২ সালে । দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে টাইগ্রেসরা মাঠে শিরোপা ধরে রাখার মিশনে। যদিও তা খুব একটা সহজ হবে না। কঠিন গ্রুপে পড়েছে সানজিদা-সাবিনারা।

সোমবার (২ সেপ্টেম্বর) নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ। আগামী ১৭ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে বাংলাদেশের নারীরা খেলবে গ্রুপ-এ থেকে।

গ্রুপ-এ-তে বাংলাদেশের প্রতিপক্ষ রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। বিপরীতে গ্রুপ-বি-তে স্বাগতিক নেপালের সাথে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

নেপালের দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই মাঠে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। আর ২৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সেমিফাইনালে। আসরের সেমিফাইনাল দুটো হবে ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।


আরো সংবাদ



premium cement