১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বন্যার্তদের পাশে এবার সাফজয়ী ফুটবলাররা

- ছবি : সংগৃহীত

উদারতার পরিচয় দিলো বাংলাদেশের ফুটবলাররা। দেশ সংস্কারে তারাও অংশ হতে চায়। তাই বড় অঙ্কের টাকা নিয়ে দাঁড়াল বন্যার্তদের পাশে। সাফ জিতে পাওয়া সরকারি অর্থ পুরস্কারের পুরোটাই তারা দেবে পানিবন্দী মানুষদের সহায়তায়।

সাফ শিরোপা জিতে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ দল। দেশে ফেরার পরপরই জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে নিয়ে যান তারা। সেখানে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

এ সময় শিরোপাজয়ী যুব দলের সবাইকে ২৫ হাজার টাকার আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দেন আসিফ মাহমুদ। তবে সবার পক্ষ থেকে সাফ চ্যাম্পিয়ন দলের কোচ মারুফুল হক উপদেষ্টাকে সম্মান জানিয়ে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের অনুরোধ জানান।

মারুফ বলেন,‘আপনি যে সম্মান দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের জন্য দেয়া হলো।’

এর আগে গতকাল (বুধবার) নেপালের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে উড়িয়ে সাফ অনুর্ধ্ব ২০ আসরের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। প্রথমবারের মতো জেতা এই শিরোপাও বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করেন কোচ মারুফ।

তবে জানা গেছে, খুব দ্রুত তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এই খবর দেন।

বলেন, ‘আমাদের খেলার অঙ্গন থেকে ২টা ভালো খবর এসেছে। একটা হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ২০২৪, এটাতে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত যে, আমরা তাদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করব।'


আরো সংবাদ



premium cement
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি-প্রতিরোধ মহড়া ১৯ জানুয়ারি পাটগ্রামে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল দিল বিএসএফ ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি আরো ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব কারাজীবনের অবসান, কাল মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন

সকল