২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১০০০ গোল করতে চান রোনালদো

- ছবি : সংগৃহীত

প্রায় ৪০ বছর বয়সে এসেও অপ্রতিরোধ্য রোনালদো। ছুটছেন এখনো, গড়ে চলেছেন রেকর্ড। যেন কোনো ক্লান্তি নেই তার। যেখানে অন্য সবাই এই বয়সে বুটজোড়া তুলে রাখার পরিকল্পনা সাজায়, সেখানে কিনা রোনালদো এখনো দেখছেন হাজার গোলের স্বপ্ন। হয়তো এই জন্যই তিনি রোনালদো!

৩৯ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তির সামনে দাঁড়িয়ে বড় একটি মাইলফলক। আর মাত্র একটা গোল, তবেই পেয়ে যাবেন স্বীকৃত ফুটবলে ৯০০ গোলের দেখা। যা বিশ্ব ফুটবলে নেই আর কারো! ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা ৮৯৯।

তবে এখানেই থামছেন না তিনি। আরো ছুটতে চান বহুদূর। বিশ্বকাপ বাদে সব ট্রফি জেতা এই তারকা আরো আলো দিতে চান। অন্তত হাজার গোলের স্বাদ পাবার বড্ড সাধ তার। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ও বন্ধু রিও ফার্ডিনান্ডকে এ কথাই বলেছেন সিআর সেভেন, ‘আমি ১০০০ গোল করতে চাই।’

নিজের ইউটিউব চ্যানেলের জন্য রোনালদোর একটি সাক্ষাৎকার নিয়েছেন ফার্ডিনান্ড। সেখানে তিনি বলেন,‘আমি ১০০০ গোল করতে চাই। চোটে না পড়লে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এটা চাই। ফুটবলে তাড়া করার জন্য এটাই আমার কাছে সেরা মাইলফলক। প্রথমে ৯০০ গোল, তারপর আমার চ্যালেঞ্জ হলো ১০০০ গোল করা।’

তবে বয়সেরও একটা চাওয়া আছে, ভার আছে। তা জানেন রোনালদোও। জানেন সময় আর বেশি নেই। দ্রুতই হয়তো তাকে নিতে হবে ক্যারিয়ারের সবচেয়ে কঠিণ সিদ্ধান্ত। তবে সেই চূড়ান্ত সময়টি কবে, তা এখনো জানেন না রোনালদো। বরং এখনো উপভোগেই মন তার।

বলেন, ‘জানি না কবে শেষ করব। যত খেলা যায়, ততই শেখার সুযোগ। তবে একটি ব্যাপার শিখেছি, মুহূর্ত উপভোগ করতে হয়। কারণ, আগামীকাল কী হবে, তা আমরা জানি না। যেদিন মনে হবে আমি কিছুই করতে পারছি না, সেদিন ব্যাগ গুছিয়ে চলে যাব। কিন্তু সেই সময় থেকে এখনো দূরে আছি।’


আরো সংবাদ



premium cement