২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মাদুয়েকের হ্যাটট্রিকে উড়ন্ত চেলসি

মাদুয়েকের হ্যাটট্রিকে উড়ন্ত চেলসি - সংগৃহীত

অবিস্মরণীয় প্রত্যাবর্তন চেলসির। মৌসুমের প্রথম ম্যাচেই ম্যানচেস্টার সিটির কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটা। সেই হারের ক্ষতে প্রলেপ দিতে উলভসের জালে জড়িয়েছে ৬ গোল। হ্যাটট্রিক করেছেন নোনি মাদুয়েকে।

রোববার উলভারহ্যাম্পটনের বিপক্ষে তাদের মাঠেই খেলতে নামে চেলসি। যেখানে স্বাগতিকদের ৬-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে লন্ডনের ক্লাবটি। বড় জয়ে সাবেক চ্যাম্পিয়নরা ফিরলো এবারের শিরোপার রেসে।

লিগে ২৮ মাস পর প্রতিপক্ষের মাঠে ৬ গোল করেছিল চেলসি। সর্বশেষ ২০২২ সালের এপ্রিলে সাউদাম্পটনের মাঠে ব্লুজরা জিতেছিল ৬-০ গোলে।

এদিকে অনন্য এক কীর্তি গড়েন পালমার। কদিন আগেই পিএফএর বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জেতা পালমার তিনটা এসিস্ট করেন একাই। প্রিমিয়ার লিগের এক ম্যাচেই তিন বা এর বেশি অ্যাসিস্ট করা চেলসির প্রথম খেলোয়াড় তিনি।

প্রথমার্ধ্বে লড়াই হয় সমানে সমানে। দুই দলই দুটি করে গোল করে সেই সময়ে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের খাতা খোলেন চেলসির স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন। তবে ২৭ মিনিটে উলভসকে সমতায় ফেরান কুনিয়া। তাতে জমে উঠে খেলা।

এরপর ৪৫ মিনিটে চেলসির হয়ে দ্বিতীয় গোল করেন পালমার। তবে স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারেনি চেলসি। বিরতির আগেই ফের সমতায় ফেরে স্বাগতিকরা। যোগ হওয়া সময়ে লারসেন গোল করলে ২-২ স্কোর হয়।

তবে দ্বিতীয়ার্ধ পুরোটাই ছিল চেলসির নিয়ন্ত্রণে। নতুন করে চার গোল হজম করলেও এবার আর একটাও শোধ দিতে পারেনি উলভস। বিরতির পর মাত্র ১৪ মিনিটের ব্যবপধানে হ্যাটট্রিক পূরণ করেন মাদুয়েকে।

৪৯, ৫৮ ও ৬৩ মিনিটে গোল করেন তিনি। এই তিনটা গোলেই এসিস্ট করেন পালমার। আর চেলসির হয়ে ষষ্ঠ গোল ও কফিনে শেষ পেরেক মারেন জোয়াও ফেলিক্স। বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

দিনের অন্য ম্যাচে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে স্লটের অভিষেক ম্যাচে লিভারপুলকে ২-০ গোলের দারুণ জয় এনে দিয়েছেন দিয়াজ ও সালাহ।


আরো সংবাদ



premium cement