২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জার্মান ফুটবল থেকে বিদায় ‘কিংবদন্তী’ নয়্যারের

মানুয়াল নয়্যার - ছবি - ইন্টারনেট

বিশ্ব ফুটবলে আরো এক তারকার পতন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন মানুয়াল নয়্যার। জার্মানির জার্সি গায়ে আর কখনোই মাঠে দেখা যাবে না তাকে। বুধবার রাতে এক ভিডিও বার্তায় নয়্যার নিজেই জানান তার থেমে যাওয়ার কথা।

সর্বকালের সেরা গোলরক্ষকের আলোচনায় অনায়াসেই আসে মানুয়াল ন্যয়ার নামটা। ক্লাব জার্সিতে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়ে আছে বিশ্বকাপ শিরোপাও। সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপেও জার্মানির গোলপোস্টের ভরসা ছিলেন তিনি। তবে এবার থামতে হচ্ছে তাকে।

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে স্বাগতিক জার্মানি ছিটকে যাওয়ার পর থেকে যেন অবসরের হিড়িক লেগেছে। টনি ক্রুস, টমাস মুলার, ইলকায় গুন্দোয়ানের পর এবার কঠিন সিদ্ধান্ত নিলেন ২০১৪ বিশ্বকাপজয়ী নয়্যার।

ইনস্টাগ্রামে এক ভিডিওতে অবসরের ঘোষণা দিয়ে ন্যয়ার বলেন, ‘প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানি জাতীয় দলের সাথে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।’

‘যারা আমাকে চেনেন, তারা ভালো করেই জানেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। শারীরিকভাবে এখনো ভালো অবস্থানে আছি। আমার জন্য ২০২৬ বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো। তবে পরিবার ও বন্ধুদের সাথে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।’

‘অভিষেকের পর থেকে যেসব স্টাফ, কোচ ও খেলোয়াড় আমাকে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভক্তদের, যাদের বছরের পর বছর ধরে আমার পাশে পেয়েছি। জাতীয় দলের জার্সি পরতে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ জার্মানি,’ যোগ করেন নয়্যার।

২০০৯ সালে এশিয়া সফরে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির জার্সিতে অভিষেক হয় নয়্যারের। গত জুলাইয়ে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনাল হয়ে রইল তার শেষ ম্যাচ। ২০১৮ সালে জাতীয় দলের নেতৃত্ব পান তিনি। অধিনায়কত্ব করেছেন ২০২৩ সাল পর্যন্ত।

সব মিলিয়ে জার্মানির জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন ন্যয়ার। তার সবচেয়ে বড় অর্জন ২০১৪ বিশ্বকাপ জয়। ব্রাজিলে অনুষ্ঠিত ১০ বছর আগের সেই বিশ্বকাপে সেরা গোলকিপারের স্বীকৃতি গোল্ডেন গ্লাভস জেতেন তিনি। ছিলেন ব্যালন ডি ওর জয়ের দৌড়েও।


আরো সংবাদ



premium cement