বাফুফের দায়িত্ব ছাড়লেন সালাম মুর্শেদী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ আগস্ট ২০২৪, ১১:৩০, আপডেট: ০৯ আগস্ট ২০২৪, ১৪:১০
নানান সময় নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়লেও বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদ আঁকড়ে ছিলেন আবদুস সালাম মুর্শেদী। তবে, এবার আর রক্ষা হলো না, মেয়াদ শেষ হবার এক মাস আগেই পদত্যাগ করতে হলো বাংলাদেশ ফুটবলের দাপুটে এই কর্তাকে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে।
যেখানে শুধু সহ-সভাপতির পদ নয়, বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানের দায়িত্ব থেকেও পদত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে তিনি বাফুফের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শুরু থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ জমা হতে থাকে। যার জেরে গত মে মাসে দুর্নীতি ও অনিয়মের দায়ে বাফুফের এই কর্তাকে শাস্তিও দেয় ফিফা।
বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ আর্থিক অনিয়মের কারণে সালাম মুর্শেদীকে বড় শাস্তি দেয় বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। তবুও পদত্যাগ করেননি তিনি।
তবে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পদত্যাগ ও পলায়ন করলে চাপে পড়ে যান সালাম মুর্শেদী। কেননা সালাম মুর্শেদী খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
শেখ হাসিনা ক্ষমতা ছাড়লে তার সদস্য পদও বাতিল হয়। সেইসাথে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। যদিও বাড়িতে তিনি ছিলেন না। এই মুহূর্তে অনেকটা আড়ালেই আছেন সালাম মুর্দেশী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা