বাফুফেতে সালাহউদ্দিনকে চান না সমর্থকরা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ আগস্ট ২০২৪, ১০:২২, আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১১:২৮
সালাহউদ্দিনর পদত্যাগ দাবি নতুন কিছু নয়। বাংলাদেশ ফুটবলকে এমন দু:সময়ে আটকে দেয়া এই বাফুফে বসের বিরুদ্ধে এর আগেও উঠেছে পদত্যাগের দাবি। তবে প্রতিবারই কিভাবে যেন তিনি সব সামলে নিয়েছেন, বছরের পর বছর ধরে বাংলাদেশ ফুটবলে রাজ করছেন।
তবে এবার তার সময় অনেকটাই ফুরিয়ে এসেছে। আবারো মাঠে নেমেছে ফুটবল ভক্তরা। একটি চিঠি দিয়ে সালাহউদ্দিনকে পদত্যাগের দাবি জানিয়েছে ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’। এমনকি একই দাবিতে বাফুফে ভবনের সামনে অবস্থান নেয় তারা।
মঙ্গলবার শান্তিপূর্ণ সমাবেশ থেকে সমর্থকরা সালাহউদ্দিনের পদত্যাগের দাবি তুলেন। শুধু সালাহউদ্দিন নয়, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ও নারী কমিটির প্রধান মাহফুজা আক্তারকেও পদত্যাগ করতে বলা হয়।
মেয়াদ শেষের আগে বাফুফের কাউকে জোর করে পদত্যাগ করালে ফিফার নিষোধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ। ফলে খানিকটা নমনীয় হয়ে আন্দোলনকারীরা বলেন, এখনই পদত্যাগ না করলেও আগামী ২৬ অক্টোবর বাফুফের সম্ভাব্য নির্বাচনে তিনি যেন প্রার্থী না হন।
এমন আইনের কথা উল্লেখ করে সংগঠনের একজন দায়িত্বশীল বলেন, ‘কাজী সালাহউদ্দিন আমাদের নিশ্চিত করুক যে আগামী নির্বাচনে দাঁড়াবেন না। ততদিন পর্যন্ত তিনি থাকুন, আমরা তাকে বাধা দেব না।’
উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পতনের পর এবার যখন অন্য সবকিছুর মতো ক্রীড়াঙ্গনেও বেড়িয়ে আসছে থলের বেড়াল। মুখ খুলতে শুরু করেছেন চাপে মুখ বুঝে থাকা দায়িত্বশীলরা। বাফুফেতেও পড়েছে এর প্রভাব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা