২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লেবাননের কাছে হেরে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

লেবাননের কাছে হেরে বিশ্বকাপ শেষ বাংলাদেশের - ছবি : সংগৃহীত

তৃতীয় রাউন্ডে উঠার স্বপ্ন আগেই ভেঙেছিল, তবে সুযোগ ছিল সান্ত্বনার একটা জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করার। তবে সেই আশায় গুঁড়েবালি দিলো লেবানন। লজ্জার হারে ডুবাল টাইগারদের, এক হালি গোল দিয়েছে বাংলাদেশের জালে।

মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে লেবাননের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম লেগে লেবাননের বিপক্ষে ড্র করলেও এই লেগে কোনো পাত্তাই পায়নি লাল-সবুজের দল। হাসান মাসতুকের হ্যাটট্রিকে বাংলাদেশ হেরে গেছে ০-৪ গোলে।

ঢাকায় দুই দলের প্রথম দেখায় ১-১ গোলে ড্র হয়। সেখান থেকে ১পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। আজ সুযোগ ছিল দারুণ কিছু করে পয়েন্ট বাড়িয়ে নেয়ার। তবে তা আর হলো না, ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচ শেষে ওই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।

এই ম্যাচটা গড়ানোর কথা ছিল লেবানিজদের মাঠে। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির পরিস্থিতি বিবেচনায় কাতারের খলিফা স্টেডিয়ামের নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয় ম্যাচটি। তবে ভেন্যু বদলালেও ভাগ্য বদলাতে পারেনি বাংলাদেশ। গা গরম হবার আগেই পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ার দল।

ম্যাচের শুরুতেই এক ভুল করে বসে বাংলাদেশ। মাত্র তৃতীয় মিনিটে অমার্জনীয় এক ভুলের খেসারত দেয় হাভিয়ের কাবরেরার দল। মেজাজ হারিয়ে ডিফেন্ডার শাকিল প্রতিপক্ষের আরেক খেলোয়াড়ের মুখে আঘাত করায় পেনাল্টি পায় লেবানন। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন হাসান মাতুক।

১৭তম মিনিটে ম্যাচে ফেরার সুযোগ ছিল বাংলাদেশের। রাকিব হোসেন দারুণ এক শট আটকে দেন লেবানন গোলকিপার মোস্তফা মাতার। এরপর আরও বেশ ক’বার সুযোগ তৈরী করলেও তাতে ফল আসেনি। বিপরীতে চাপ ধরে রেখে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় লেবানন। গোল করেন নাদের মাতাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো ব্যবধান বাড়ায় লেবানন। ৪৯ মিনিটে বাংলাদেশের রক্ষণের আরেকটি দুর্বলতায় হাসান মাসতুক সহজে গড়ানো শটে ৩-০ করেন। ষাট মিনিটের মাথায় আরো একবার জালে বল জড়ান হাসান। পূরণ করেন নিজের হ্যাটট্রিক। নিজের বিদায়ী ম্যাচে অনন্য এই কীর্তি গড়েন হাসান মাসতুক।

অবশ্য বড় ব্যবধানে জিতেও পরের পর্বে উঠতে পারেনি লেবাননও। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে থেকে শেষ করেছে তারা। গ্রুপের প্রথম এবং দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়া এবং ফিলিস্তিন কোয়ালিফাই করেছে পরের পর্বে।

 


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল