২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইউনাইটেড ছাড়ছেন মার্শাল

- ছবি : বাসস

নয় বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্পর্ক অবসানের ঘোষণা দিলেন ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল।

ইনস্টাগ্রামে এ সম্পর্কে মার্শাল বলেছেন, ‘আবেগের সাথে আজ আমি বিদায়ের ঘোষণা দিচ্ছি। এই ক্লাবে অসাধারণ নয় বছর কাটিয়েছি। এখন আমার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনার সময় এসেছে।’

২৮ বছর বয়সী মার্শাল ৩৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ২০১৫ সালের সেপ্টেম্বরে মোনাকো থেকে প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দিয়েছিলেন। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ইউনাইটেড প্রায়ই তাকে মাঠের বাহিরে কাটাতে হয়েছে। উরুর অস্ত্রোপচারের কারণে গত বছরের ডিসেম্বরের পর থেকে আর কোনো ম্যাচে তিনি খেলেননি।

ইংল্যান্ডের সময়টাতে মার্শাল এফএ কাপ, লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা জিতলেও প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেননি। সব ধরনের প্রতিযোগিতায় ইউনাইটেডের হয়ে ৩১৭ ম্যাচে তিনি ৯০ গোল করেছেন।

২০২২ সালে সেভিয়াতে ধারে খেলতে যাওয়া মার্শাল আরো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই আমার হৃদয়ে থাকবে। এই ক্লাব আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে, তোমাদের সামনে দারুণ কিছু ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে। নতুন চ্যালেঞ্জের আশায় আমি ক্লাব ছাড়ছি। কিন্তু আমি সবসময়ই রেড ডেভিলসই থাকবো। আগের মতোই সমান ভালবাসা নিয়ে আমি এই ক্লাবের ফলাফল সম্পর্কে খোঁজ রাখবো।’

এবারের গ্রীষ্মে ইউনাইটেডের সাথে মার্শালের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

সূত্র : বাসস/এএফপি


আরো সংবাদ



premium cement